টুকরো খবর |
সিএবি-র ক্রিকেট প্রশিক্ষণ
শিবির চলছে বনগাঁ মহকুমায় |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
|
ছবিটি তুলেছেন পার্থসারথি নন্দী। |
সিএবি-র তরফে বনগাঁ স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেট কোচিং ক্যাম্প। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে চলা এই ক্যাম্পে ৮ থেকে ১৬ বছরের ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২১ মে থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে ৪ জুন পর্যন্ত। ক্যাম্পের উদ্বোধন করেন বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য, কার্যকরী সভাপতি সুব্রত বক্সি। সিএবি-র তরফে লাল্টু সরকার এবং নিমাল্য সেনগুপ্ত প্রশিক্ষণ দিচ্ছেন। লাল্টুবাবু বলেন, “সিএবি-র তরফে আগে জেলা পর্যায়ে কোচিং হত। এ বার মহকুমা-স্তরে প্রশিক্ষণ শুরু হয়েছে। শিবির শেষে ৩০ জনের নাম সিএবি-র কাছে পাঠানো হবে। তারা আরও উন্নত কোচিং পাবে।” এর ফলে স্থানীয় ক্রিকেটের মান উন্নত হবে বলে মনে করেন শঙ্করবাবু।
|
ভোর ৪টেয় ঘুম থেকে
উঠে পড়েন শতায়ু শচীন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
নিজস্ব চিত্র |
ঘটা করে কেক কাটা থেকে ফুলের উপহার। গানবাজনা। স্মৃতিচারণ। এ ভাবেই পালিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের গোচারণ গ্রামের বাসিন্দা শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ১০০ তম জন্মদিন। গত ১৮ মে ১০০ বছরে পা দিলেন তিনি। পরিবারের লোকেরা জানালেন, এখনও নিয়ম করে ভোর ৪টেয় ঘুম থেকে ওঠেন শচীন্দ্রনাথবাবু। বিছানা তোলা থেকে ফুল তোলা কিংবা পুজোআচ্চা এই বয়সেও সব নিজের হাতেই করেন। নিরামিষ খান। দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া সঙ্ঘের আজীবন সদস্য তিনি। গত ১৮ তারিখ সকাল থেকেই তাঁকে নিয়ে মেতে ওঠেন বাড়ির সকলে এবং পড়শিরাও। সন্ধ্যায় অনুষ্ঠানের আসর জমে ওঠে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও অনেক গ্রামবাসী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সাহিত্যিক, কবি ও নাট্যকার উত্থানপদ বিজলী। একশোটি প্রদীপ জ্বালানো হয়। শচীন্দ্রনাথবাবুকে নিয়ে ছড়া লিখে উপহার দেন নাতনি তনুশ্রী, সুরশ্রী, অনুশ্রী এবং সৃজা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিপ্লব ঘোষ, কৃষ্ণা মুখোপাধ্যায়, ঋত্বিকা মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব ভট্টাচার্য, মনিষা মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। স্বরচিত কবিতা পাঠ করেন সুদীপ্তশেখর পাল ও তনুশ্রী ভট্টাচার্য। প্রবীণ ব্যক্তিরা শচীন্দ্রনাথবাবু সম্পর্কে আলোচনা করেন।
|
টিটাগড়ে প্রৌঢ় খুন, ফেরার অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক ব্যক্তিকে খুন করে বাড়ির কাছে রাস্তার ধারে ফেলে গেল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ রাজা (৪৫)। রবিবার সকালে, টিটাগড়ের আলি হায়দর রোডের ধারে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পুলিশের অনুমান, রাজাকে তাঁর বাড়ির ছাদে খুন করা হয়। পরে সিঁড়ি দিয়ে দেহ নামিয়ে রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, বাড়ির সিঁড়িতে রক্তের চিহ্নও মিলেছে। প্রমাণ লোপাটের জন্য দেওয়াল ও সিঁড়ি থেকে রক্ত মোছার চেষ্টাও হয়েছে বলে জানান তদন্তকারীরা।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘মনে হচ্ছে পারিবারিক শত্রুতার জেরেই এই খুন। তিন জন গ্রেফতার হয়েছে।’’ যদিও মূল অভিযুক্ত রাজার সৎ ছেলে কাশেম ও তার এক সঙ্গী সুরজ ঘটনার পর থেকে পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহম্মদ রাজার চারটি বিয়ে। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বড় ছেলে কাশেম। আলি হায়দর রোডের একটি দোতলা বাড়িতে ভাড়াটে বসান রাজা। ভাড়ার টাকাতেই সংসার চলত তাঁর। কাশেমও ওই বাড়িতে থাকত এবং নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। অভিযোগ, তাঁর সঙ্গে এই বাড়ির অধিকার নিয়ে একাধিকবার বচসা হয় রাজার। দিন সাতেক ধরে কাশেমের ঘরে আশ্রয় নিয়েছিল খড়দহের ভাড়াটে খুনি সুরজ। বাড়ির দখল নিতেই কাশেম সুরজকে নিয়ে সৎ বাবাকে খুনের ছক কষে বলে জানান পুলিশ কমিশনার।
|
প্রকল্পের শিলান্যাস |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
ছবি: সামসুল হুদা। |
সাতমুখী বাজার থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা-সংস্কার প্রকল্পের শিলান্যাস করলেন সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া। রবিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। সাতমুখী বাজার থেকে ডাবু স্লুইস গেট পর্যন্ত পাকা রাস্তা হবে। রাজ্যের সেচ ও জলপথ বিভাগের উদ্যোগে প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা হবে। মানসবাবু বলেন, “আগামী তিন মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হবে।” মন্ত্রী আরও বলেন, “সামনেই বর্ষা। সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের বিভিন্ন জায়গায় নদীবাঁধগুলিতে নজরদারি চালানোর জন্য বলা হয়েছে। তাঁদের প্রতিনিয়ত সতর্ক থাকতে বলা হয়েছে। এই সময়ে ইঞ্জিনিয়ারদের ছুটিতে যেতেও বারণ করা হয়েছে। আমি মাঝে মধ্যেই ফোন করে ওঁদের কাছে পরিস্থিতি জানতে চাইব। যদি দেখি ইঞ্জিনিয়ারেরা সে সময়ে ঘরে বসে আছেন, তা হলে তাঁদের উপর কলমের কোপ পড়বে।” পুরভোট সম্পর্কে তিনি বলেন, “মানুষ কী রায় দেন সে দিকে তাকিয়ে আছি।” পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করে লড়বে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিধানসভা-লোকসভা জোট কার সঙ্গে হবে তা কেন্দ্র ঠিক করে দেয়। তবে পুরভোট ও পঞ্চায়েত নির্বাচনে জোট হবে কিনা তা স্থানীয় স্তরের নেতারা ঠিক করবেন। তবে এখনও এ নিয়ে সিদ্ধান্ত হয়নি।”
|
সোনার দোকানে লুঠ, জখম ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
দোকানে লুঠপাট চালাতে এসে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীরা। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাসনাবাদের তালপুকুর বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত কুড়ি জনের দুষ্কৃতী-দল হামলা চালায়। সোনার দোকানের মালিক পঞ্চানন বিশ্বাস সিন্দুকের চাবি দিতে না চাওয়ায় তাঁকে জখম করে গয়নাগাটি লুঠ করে দুষ্কৃতীরা। আশপাশের লোক জড়ো হয়ে যাওয়ায় ম্যাটাডোরে উঠে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পঞ্চাননবাবুকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
দুর্ঘটনায় মহিলার মৃত্যু কল্যাণীতে |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। নাম সংযুক্তা সাহা (৪৬)। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে, কল্যাণীর বি ব্লকের ২ নম্বর বাজারের কাছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বাইকটি তাঁকে ধাক্কা মারে। সংযুক্তাদেবীকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেখান থেকে তৎক্ষণাৎ তাঁকে কলকাতায় রেফার করে দেওয়া হয়। পথেই মারা যান তিনি। মৃতার পরিবারের তরফে অভিযোগ, কল্যাণীর হাসপাতালে গুরুত্ব দিয়ে তাঁকে দেখেননি চিকিৎসক। আগেই তাঁকে কলকাতায় পাঠানো হয়। হাসপাতাল সুপার নিরুপম বিশ্বাস বলেন, ‘‘অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’’ নম্বরবিহীন বাইক-সহ চালককে আটক করেছে পুলিশ। মোটরবাইক চালকের কাছে গাড়ি চালানোর বৈধ কাগজও নেই বলে পুলিশ জানিয়েছে।
|
বীজ উৎসব |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
খাদ্য নিরাপত্তা এবং স্থায়ী কৃষি ব্যবস্থার লক্ষে ‘বীজ উৎসব’ হয়ে গেল বাসন্তীর শিবগঞ্জে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বুধবার ওই অনুষ্ঠানে দেশীয় বীজ এবং খাদ্য নিরাপত্তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি ছিল আলোচনাসভা। উৎসব উপলক্ষে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে স্থানীয় বাসিন্দা এবং ছোট ছোট ছেলেমেয়েরা শোভাযাত্রা করেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রেক্ষাগৃহে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্যানিংয়ের মহকুমাশাসক শেখর সেন। উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরমা বৈদ্য প্রমুখ।
|
জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
নিজস্ব চিত্র। |
ক্যানিংয়ের জীবনতলা থানার হাওড়ামারি হাইস্কুলে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এই পরিচালন সমিতি আগে সিপিএমের দখলে ছিল। এ বার ৬টি আসনই পেয়েছে তৃণমূল। রবিবারের এই নির্বাচন ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
|
সচেতনতা শিবির |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
নাবালিকাদের বিয়ে বন্ধ নিয়ে সচেতনতা শিবির ও আলোচনাচক্র অনুষ্ঠিত হল ক্যানিংয়ের তালদিতে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত মঙ্গলবার ওই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং থানার ওসি পার্থসারথি ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তা সংস্থার সম্পাদক সামসুল আলম অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের পর শারীরিক সমস্যাগুলির কথা বলেন।
|
স্কুল-ভিত্তিক ফল,
উত্তর ২৪ পরগনা |
বাদুড়িয়া এল এম এস বয়েজ হাইস্কুল: পরীক্ষার্থী ১২৭। উত্তীর্ণ ১১৭। সর্বোচ্চ ৬২০, সাহিল রহমান।
বাদুড়িয়া এল এম এস গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী ১১৫। উত্তীর্ণ ১০৫। সর্বোচ্চ ৬৪১, প্রয়াসী মণ্ডল।
কুলিয়া রামচন্দ্রপুর ইউনিয়ন হাইস্কুল: পরীক্ষার্থী ১১০। উত্তীর্ণ ৯৩। সর্বোচ্চ ৬৩৭, পৃথ্বীরাজ বসাক।
যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী ১৫৭। উত্তীর্ণ ১২৬। সর্বোচ্চ ৬০২, সায়ন্তনী কাবাসি।
আড়বালিয়া বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী ৮২। উত্তীর্ণ ৬২। সর্বোচ্চ ৫৮৪, সাবানা হোসেন।
পিঙ্গলেশ্বর হাইস্কুল: পরীক্ষার্থী ৮০। উত্তীর্ণ ৫১। সর্বোচ্চ ৫৬৭, সাহিদুজ্জামান।
আড়বালিয়া জে ভি হাইস্কুল: পরীক্ষার্থী ৬০। উত্তীর্ণ ৫২। সর্বোচ্চ ৫৬৪, ভাস্কর মণ্ডল।
বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন: পরীক্ষার্থী ৯৬। উত্তীর্ণ ৯৩। সর্বোচ্চ ৫৯৩, সজল মণ্ডল।
জসাইকাটি হাইস্কুল: পরীক্ষার্থী ১০৩। উত্তীর্ণ ৬৪। সর্বোচ্চ ৫৫২, আব্দুল মুখিদ।
কাটিয়াহাট বি কে এ পি গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী ১৯১। উত্তীর্ণ ১৫১। সর্বোচ্চ ৫৮৫, ঋতুপর্ণা বাছাড়। |
|