তদন্তে পুলিশ সুপার |
ফরাক্কায় ব্যবসায়ী খুনে অধরাই অভিযুক্তেরা |
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা |
তিনদিন পরেও ফরাক্কায় ব্যবসায়ী খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ।
মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনার তদন্তে শনিবার ফরাক্কায় আসেন। নিহত ব্যবসায়ী মানব সাহার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার রাতে গাড়ি চুরি আটকাতে গিয়ে খুন হন ফরাক্কার ব্যবসায়ী মানব সাহা। তাঁর চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে এলে গাড়ি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানববাবুর। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখায় স্থানীয় মানুষ। |
|
ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
কংগ্রেস বিধায়ক মইনুল হক, সিপিএমের আবুল হাসনাত খান, তৃণমূল নেতা সোমেন পাণ্ডেসকলেই পথে নেমে এই ঘটনার প্রতিবাদ করেন। তাঁদের অভিযোগ, “এক বছরে ফরাক্কায় শতাধিক গাড়ি চুরির হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।” পুলিশ সুপার বলেন, “গাড়ি চুরির ঘটনা নিয়ে এলাকার মানুষের অনেক অভিযোগ উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়ি চুরি চক্রকে চিহ্নিত করে গ্রেফতার করবে পুলিশ। এলাকায় পুলিশি টহলদারিও বাড়ানো হবে। মানববাবু খুনে গাড়ি চুরি চক্রের দুষ্কৃতীরাই জড়িত। তদন্ত শুরু হয়েছে।” পুলিশের সন্দেহ দুষ্কৃতীদের কাউকে চিনে ফেলায় খুন করা হয় মানববাবুকে। |
|