|
|
|
|
আশা ভর্তি-সমস্যা মিটবে |
মুর্শিদাবাদের আরও ২১ স্কুলে উচ্চমাধ্যমিক |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
নতুন করে ২১টি স্কুল উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হওয়ায় উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি সমস্যা মিটে যাবে। এমনটাই দাবি করছেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক শুভেন্দু দত্ত। তিনি বলেন, “জেলার ৫১৫টি স্কুলের মধ্যে এত দিন ২৯৭টি স্কুলে উচ্চমাধমিক পড়ানো হত। এ বছর আরও ২১টি স্কুল উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তি সমস্যা অনেকটাই মিটবে।”
শুভেন্দুবাবু জানান, কোনও স্কুলের ছাত্র যদি ৭০% নম্বর পেয়ে বিজ্ঞান শাখায় সেই স্কুলেই ভর্তি হতে চায়, তাহলে স্কুল কর্তৃপক্ষকে সেই ছাত্রকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। জেলার বেশ কিছু স্কুল সরকারি ওই নিয়মের তোয়াক্কা না করে বহিরাগত ছাত্রছাত্রীদের ভর্তি করে থাকে। ওই বিষয়টি এ বছর আমরা গুরুত্ব দিয়ে দেখব। ওই নিয়ম মানা না হলে প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে ফর্ম দেওয়া শুরু হয়েছে। বহরমপুর জেএন একাডেমি স্কুল ১০-১১ জুন ফর্ম বিলি করবে। জমা নেওয়া হবে ১২-১৩ জুন এবং ১৩-১৪ জুন ভর্তি চলবে। প্রধান শিক্ষক সুহাসরঞ্জন চট্টরাজ বলেন, “বিজ্ঞান বিভাগে ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৮৩% নম্বর পেয়েছে স্কুলেরই এমন ৫২ জন ছাত্রকে ভর্তি করা হবে। এর পরে প্রাপ্ত নম্বর ৬০০, তাদের ফর্ম দেওয়া হবে। তবে কলা বিভাগে ৪৫% পেলেই সরাসরি ভর্তির সুযোগ রয়েছে।” কৃষ্ণনাথ কলেজ স্কুল কর্তৃপক্ষ অবশ্য গরমের ছুটির পরে আগামী ৬ জুন স্কুল খোলার পরেই একাডেমি কাউন্সিলের বৈঠকে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রধান শিক্ষক সুকেশ ভৌমিক বলেন, “বিজ্ঞান শাখায় ৯০টি আসন রয়েছে। সেক্ষেত্রে ৭০ জন স্কুলের ছাত্র ভর্তি করা হবে। বাকি ২০টি আসন বহিরাগতদের জন্য বরাদ্দ। তবে কলা বিভাগের ৬০টি আসনের মধ্যে ভূগোল-সহ ৪০টি আসন রয়েছে। ওই আসনের মধ্যে ২৮ জন স্কুলের ছাত্র ভর্তির পরে বাকি আসনে বহিরাগত ছাত্র ভর্তি হবে।”
মহারানি কাশীশ্বরী উচ্চবালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১ জুন থেকে ফর্ম বিলি শুরু করেছে। ৪ জুন সোমবার ফর্ম দেওয়ার শেষ দিন। জমা নেওয়া হবে ৫/৬/৭ জুন। মেধা তালিকা প্রকাশ ১ জুন। প্রধান শিক্ষিকা চৈতালী চট্টোপাধ্যায় বলেন, “বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলা মাধ্যমের ছাত্রীদের জন্য ৯০টি এবং ইংরেজি মাধ্যমের জন্য ২৫টি আসন রয়েছে। কলা বিভাগে রয়েছে ৯৫টি আসন। সকলকেই ফর্ম দেওয়া হচ্ছে। এর পরে মেধা তালিকার ভিত্তিতে ছাত্রী ভর্তি করা হবে।” গোরাবাজার আইসিআই স্কুল কর্তৃপক্ষ ৮-১২ জুন ফর্ম বিলি করবে। জমা ৮-১৫ জুন। তালিকা প্রকাশ ১৮ জুন। প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত বলেন, “বিজ্ঞান শাখায় ৮০টি, কলা বিভাগে ১০০টি এবং বাণিজ্য বিভাগে ৬০টি আসন রয়েছে।”
জয়ন্তবাবু বলেন, “সরাসরি বিজ্ঞান শাখায় ভর্তির জন্য স্কুল ছাত্রদের ৫৭৫ ও বহিরাগত ছাত্রদের ৬০০ নম্বর ধার্য করা হয়েছে। কলা বিভাগে সরাসরি ভর্তির ক্ষেত্রে স্কুল ছাত্র ও বহিরাগত ভেদে ৫৬০ ও ৫৮০ নম্বর এবং বাণিজ্য বিভাগে সরাসরি ভর্তির জন্য ৪৫০-৪২০ থাকতে হবে।” এ বছর থেকে লিপিকা মেমোরিয়াল উচ্চবালিকা বিদ্যালয়ে ‘বায়ো সাইন্স’ নিয়ে উচ্চমাধ্যমিক স্তরে পড়ার সুযোগ রয়েছে। প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস বলেন, “৩০টি আসন রয়েছে। প্রাপ্ত নম্বর ৫০০ পেলেই সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। কলা বিভাগে ৪২০ নম্বর পেলে সরসারি ভর্তি হওয়া যাবে।” একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১১-১২ জুন ফর্ম বিলি। ফর্ম জমা নেওয়া হবে ১৩-১৪ জুন। তবে ১১ জুন থেকেই সরাসরি ভর্তি চলবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্কুলের ছাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে গোরাবাজার শিল্পমন্দির স্কুল কর্তৃপক্ষ জানায়। প্রধান শিক্ষিকা মৃন্ময়ী ঘোষ বলেন, “স্কুলের বিজ্ঞান শাখার ৬০টি ও কলা বিভাগের ১০০টি আসনে স্কুলের ছাত্রীদের ভর্তির পরে আসন ফাঁকা থাকলে তবেই বহিরাগতদের সুযোগ মিলবে। ওই শূন্য আসনে সরাসরি ভর্তির জন্য বিজ্ঞানের ক্ষেত্রে ৫৬০ নম্বরের পাশাপাশি বিজ্ঞানের ৩টি বিষয়ে ৮০% নম্বর থাকতে হবে। কলা বিভাগে ৪৬০ নম্বর প্রাপ্ত ছাত্রীরা সরাসরি ভর্তি হতে পারবে।” মহাকালী পাঠশালা স্কুল কর্তৃপক্ষ অবশ্য ১০ জুন থেকে ফর্ম বিলি করবে। |
|
|
|
|
|