টুকরো খবর
ধরমপুরে মিছিল ডিওয়াইএফের
রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর এই প্রথম লালগড়ের ধরমপুরে রাজনৈতিক কর্মসূচি নিল সিপিএম। রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের ধরমপুর লোকাল কমিটির সপ্তম সম্মেলন উপলক্ষে এলাকায় হওয়া মিছিলে ‘সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূল-মাওবাদী’দের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। মিছিলের পর সম্মেলন হয় সিপিএমের ধরমপুর লোকাল কমিটির কার্যালয়ে। ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ সাউ, সিপিএমের বিনপুর জোনাল কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সুশান্ত কুণ্ডু প্রমুখ। মিছিল ও সম্মেলন উপলক্ষে এলাকায় উল্লেখযোগ্য সংখ্যায় যৌথ বাহিনী মোতায়েন ছিল। গত তিন বছরে মাওবাদী-সন্ত্রাসে ধরমপুর এলাকায় খুন হন সিপিএমের ১৩ জন। নিহত ১৩ জনের মধ্যে ৭ জনই ডিওয়াইএফ নেতা-কর্মী। মাওবাদীদের হাতে অপহৃত স্থানীয় ডিওয়াইএফ নেতা মলয় মাহাতো-সহ সংগঠনের ৪ নেতা-কর্মী এখনও নিখোঁজ। সেই মাওবাদীরাই এখন শাসকদলের নেতা হয়ে এলাকায় সন্ত্রাস-রাজ কায়েম করেছেন বলে সম্মেলনে অভিযোগ করা হয়।

অভিযুক্তের পুলিশি হেফাজত
গ্রামেরই এক বধূকে খুন করার অভিযোগে শনিবার রাতে দাসপুর থানার মাগুরিয়া থেকে সুশান্ত ঘোড়ুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২৬ মে রাত থেকে নিখোঁজ ছিলেন মাগুরিয়া গ্রামের বধূ অপর্ণা মাঝি (৩৮)। পরদিন বিকালে ওই গ্রাম থেকে কিছুটা দূরে কংসাবতী নদী থেকে অপর্ণাদেবীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে। মৃতার স্বামী নিরঞ্জন মাঝি কর্মসূত্রে টাটাতে থাকেন। খবর পেয়ে তিনি বাড়ি চলে আসেন। এ দিকে, মৃতার ফোনের ‘কললিস্ট’ থেকে পুলিশ জানতে পারে, ওই রাতে সুশান্ত ঘোড়ুই নামে গ্রামের এক বাসিন্দা তাঁকে ফোন করেছিলেন। শনিবার রাতে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, অপর্ণাদেবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর। ওই রাতে সুশান্ত-ই ফোন করে বাড়ির বাইরে ডাকেন অপর্ণাদেবীকে।

ছিনতাইকারীর জেল হেফাজত
ঠিকাকর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ। ধৃত ভগীরত পণ্ডিতের বাড়ি ঘাটাল থানার শ্রীপুরে। শনিবার রাতে বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার ঘাটাল এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে দুপুরে ঘাটাল শহরের কোন্নগরের বাসিন্দা শিবরাম চক্রবর্তী শহরের একটি ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কোন্নগরে মোটর সাইকেলে চেপে দুই দুষ্কৃতী শিবরামবাবুর পথ আটকায় ও টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। ঘটনাটি জানাজানি হতেই ঘাটাল থানার পুলিশ তল্লাশিতে নামে। দুষ্কৃতীদের না পেলেও বাইকটি উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে ভগীরথকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন ভগীরথ। জেরা করে পুলিশ অন্য অভিযুক্তের নামও জানতে পেরেছে।

কলেজ পড়ুয়ার দেহ উদ্ধার
সোমবার থেকে নিখোঁজ ঝাড়গ্রামের সাঁকরাইলের এক কলেজ ছাত্রের দেহ উদ্ধার হল শুক্রবার, সাঁকরাইলেরই লাউদহ অঞ্চলের একটি শুকনো খাল থেকে। পাপুন মাহাতো (২১) নামে ওই তরুণ সাঁকরাইলের কুলটিকরি কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি স্থানীয় কাশীডাঙা-বড়দা গ্রামে। তাঁর বিএ পার্ট-টু পরীক্ষার কেন্দ্র হয়েছিল বেলদা কলেজে। সে কারণে জন্য বেলদার একটি মেসেই কয়েক দিন ধরে থাকছিলেন। পাপুনের মা পুলিশকে জানান, গত সোমবার, সকালে শেষবার পাপুনের সঙ্গে মোবাইল ফোনে তাঁর কথা হয়। তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি। লাউদহের খালে বইয়ের ব্যাগ, পোশাক, জুতো দেখে পচাগলা দেহটি শনাক্ত করেন পাপুনের পরিজনেরা। পাপুনকে খুন করা হয়েছে সন্দেহে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা। তদন্ত শুরু করেছে পুলিশ।

‘মাওবাদী’ ধৃত
রাষ্ট্রদ্রোহ, খুন-অপহরণে জড়িত সন্দেহে এক ‘মাওবাদী’কে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, সীতারাম সোরেন ওরফে ‘মার্শাল’ নামে বছর একুশের ওই তরুণকে শনিবার ঝাড়গ্রামের নেদাবহড়া এলাকা থেকে ধরা হয়। সীতারামের বাড়ি ঝাড়গ্রামের নেদাবহড়া অঞ্চলের বসন্তপুর গ্রামে। স্থানীয় একটি বাঁশের ডিপোয় শ্রমিকের কাজ করলেও আদপে সীতারাম মাওবাদী কার্যকলাপে জড়িত বলে পুলিশের দাবি। পুরনো তিনটি মামলায় অভিযুক্ত করে রবিবার সীতারামকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে ৪ দিন পুলিশ-হেফাজতের নির্দেশ দেন বিচারক।

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারীর। মৃতের নাম অনিল শাসমল (৬৩)। বাড়ি খেজুরির দেউলপোতায়। শনিবার সন্ধ্যায় হেঁড়িয়াগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনার পর খেজুরির কামারদায় উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালিয়ে অবরোধ করে। পুলিশ এসে চালককে গ্রেফতার করে পরিস্থিতি আয়ত্তে আনে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক তরুণের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ জানা (১৮)। বাড়ি ভগবানপুর থানা এলাকার বেনাউদা গ্রামে। শনিবার বিকালে গ্রামে পুজোর জন্য টানা বিদ্যুতের তার সরাতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.