|
|
|
|
কলেজের পরিচালন সমিতিতে তৃণমূল প্রার্থী, ‘বিতর্ক’ দাসপুরে |
নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির প্রভাবমুক্ত করার কথা বারবারই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ, সেই বার্তা যে সর্বত্র পৌঁছচ্ছে না, সেই ইঙ্গিত মিলল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে আসন্ন বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী স্থানীয় নাড়াজোল রাজ কলেজের পরিচালন সমিতিতে সভানেত্রী মনোনীত হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের ‘জুড়ে দেওয়া’ কতটা যুক্তিযুক্ত এ প্রশ্ন বার বারই তুলেছে শিক্ষা মহল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে সম্প্রতি পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে শিক্ষিকা নিগ্রহের অভিযোগ ওঠার পরে সে প্রশ্ন ‘অন্য মাত্রা’ পায়।
স্থানীয় সূত্রের খবর, নাড়াজোল রাজ কলেজের পরিচালন সমিতিতে তৃণমূলের দিকেই ‘পাল্লা ভারী’। পরিচালন সমিতিতে যাঁকে সভানেত্রী করা হয়েছে, সেই মমতা ভুঁইয়া দাসপুরের প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার স্ত্রী। স্বামী মারা যাওয়ার পরে আসন্ন উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী তিনি। গৃহবধূ। মাধ্যমিক উত্তীর্ণও নন।
এর আগে নাড়াজোল রাজ কলেজের সভাপতি ছিলেন ঘাটাল কলেজের প্রাক্তন শিক্ষক লক্ষ্মণ কর্মকার। শারীরিক ও ব্যক্তিগত কারণ দর্শিয়ে ২৯ মে ডাকযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কলেজের অধ্যক্ষকে ইস্তফা পাঠান লক্ষ্মণবাবু। তার পরেই শনিবার, ২ জুন মমতাদেবীকে ওই পদে মনোনীত করেন পরিচালন সমিতির বাকি সদস্যেরা। সিপিএমের অভিযোগ, জন প্রতিনিধি না হলেও ‘ভাবী বিধায়ক’ হিসেবে ধরে নিয়েই মমতাদেবীকে পরিচালন সমিতির ওই পদ দেওয়া হয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য তথা দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারীর বক্তব্য, “তৃণমূল নেত্রী শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র মুক্তির কথা বললেও বাস্তবে কী হচ্ছে, মানুষ দেখতেই পাচ্ছেন।”
ঘটনা হল, মমতাদেবীর স্বামী অজিতবাবু নাড়াজোল রাজ কলেজের পরিচালন সমিতিতে সরকার মনোনীত অন্যতম সদস্য ছিলেন। মাস কয়েক আগে তিনি মারা গেলেও এ পর্যন্ত মমতাদেবীকে পরিচালন সমিতির সদস্য করা হয়নি। মমতাদেবী এ নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যাম পাত্র বলেন, “কলেজের সভাপতি মনোনয়নের ক্ষেত্রে এমন কোনও মাপকাঠি নেই, যাতে মমতাদেবীর মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলা যায়। সর্বসম্মত ভাবেই মমতাদেবীকে ওই পদের জন্য বাছা হয়েছে।” কলেজের অধ্যক্ষ দেবব্রত পাহাড়িরও বক্তব্য, “এটি রাজনৈতিক মনোনয়ন নয়। আর মমতাদেবীও সে ভাবে রাজনীতির লোক নন।” |
|
|
|
|
|