এ দিকে, লিগে ছিটকে গেলে কী হবে, জে সি মুখোপাধ্যায়ের পরে এ বার এ এন ঘোষ ট্রফিটা ঘরে তুলতে মরিয়া মোহনবাগান। আজ ইডেনে সোমবার কালীঘাটের বিরুদ্ধে ফাইনালে তারাই ফেভারিট হিসেবে শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ টিমের সফরে চলে যাওয়ার জন্য মোহনবাগান পাচ্ছে না সামি আমেদ ও ঋদ্ধিমান সাহাকে। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্মী, দেবব্রত, সঞ্জীব সান্যাল, সৌরাশিস, অভিষেক ঝুনঝুনওয়ালার মতো ভারী ভারী নাম থাকছে মোহনবাগানে। বরং বেশি সমস্যায় কালীঘাট। ওয়েস্ট ইন্ডিজে থাকার জন্য টিমের প্রধান দুই স্তম্ভ মনোজ তিওয়ারি ও অশোক দিন্দাকে পাচ্ছে না কালীঘাট। থাকবেন শ্রীবৎস, সঞ্জীব গোয়েলরা।
ও দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে টাউনের বিরুদ্ধে লিগ সেমিফাইনালে প্রথম দিন আগে ব্যাট করে ইস্টবেঙ্গল ৮৭ ওভারে তুলল ২৫২-৫। ঋতম পোড়েলের অবদান ৯২ নট আউট, সায়নশেখর মন্ডল ৩৮ নট আউট। খেলা চলবে। |