টুকরো খবর
বার্বেডোজে নজর কাড়লেন বাংলার সামি
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের প্রথম বেসরকারি টেস্টের প্রথম দিনেই কেনসিংটন ওভালের চিরাচরিত বাউন্সি পিচে নজর কাড়লেন বাংলার পেসার সামি আমেদ। টস জিতে ভারত ‘এ’ অধিনায়ক চেতেশ্বর পূজারা ফিল্ডিং নিলে তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সামি নতুন বলে প্রথম স্পেলেই তুলে নেন ২ উইকেট। যার মধ্যে একটি উইকেট ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নিয়মিত ওপেনার ব্রাথওয়েট-এর (১১)। পরের দিকে আরও একটি উইকেট নিলে সামির বোলিং হিসেব দাঁড়ায় ৩-৪৩। সামির তিনটি শিকারেই উইকেটের পিছনে ক্যাচ ধরেন কিপার ঋদ্ধিমান সাহা। লেগ স্পিনার রাহুল শর্মাও ৩ উইকেট নেন। ৭৩ রান দিয়ে। বাংলার আর এক পেসার অশোক দিন্দা পান ১ উইকেট। দিনের একেবারে শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের প্রথম ইনিংস ৮৭.৩ ওভারে ২৫২ রানে শেষ হয়ে গেলে ভারত ‘এ’ আর ব্যাট করতে নামার সময় পায়নি। চার দিনের ম্যাচে সামি-দিন্দা-ঋদ্ধিমান ছাড়াও বাংলার মনোজ তিওয়ারি খেলছেন। সামিদের ধাক্কায় ক্যারিবিয়ান দল ১২৬-৭ হয়ে যাওয়ার পরে অষ্টম উইকেটে থমাস (৫৭) ও পেরুমল (৬৬)-এর ৯২ রানের পার্টনারশিপ ইনিংসকে মোটামুটি ভদ্রস্থ চেহারা দেয়। নয় নম্বরে নেমে অধিনায়ক পেরুমল-ই দলের সর্বোচ্চ রান করেন।

রোনাল্ডোর পেনাল্টি নষ্ট, হার পর্তুগালের
বার্সার মেসি যে দিন প্রাক বিশ্বকাপে আর্জেন্তিনাকে জেতালেন, সে দিনই ইউরো কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগালকে ডোবালেন রিয়ালের রোনাল্ডো। রোনাল্ডো পেনাল্টি নষ্ট করলেন। তাঁর সতীর্থরা একগাদা গোলের সুযোগ হারালেন। পর্তুগালও ১-৩ গোলে হেরে গেল তুরস্কের কাছে। অন্য একটি প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ১-০ হারায় বেলজিয়ামকে। গোল করেন ওয়েলবেক। ইউরোর গ্রুপ অব ডেথ-এ জার্মানি, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের চ্যালেঞ্জ সামলানোর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের এই হার রোনাল্ডোদের চিন্তায় রাখবে। আগামী শনিবার ইউরো অভিযান (বিপক্ষ জার্মানি) শুরু করার আগে পর্তুগাল শেষ তিনটে ম্যাচেই জিততে পারল না। ইউরোর মূলপর্বে উঠতে ব্যর্থ তুরস্ক ২-০ এগিয়ে যাওয়ার পর নানি ২-১ করে পর্তুগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার পরেই অধিনায়ক রোনাল্ডো পেনাল্টি নষ্ট করলে তাঁর দলও খেলা থেকে হারিয়ে যায়।

আজলান শাহে ভারতের ব্রোঞ্জ
আজলান শাহ হকিতে ভারত তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেল। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত এ দিন তৃতীয়-চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচে হাফটাইমে ০-১ পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে ৩-১ গোলে হারায় গ্রেট ব্রিটেনকে। এ বারের টুর্নামেন্টে এটাই এশিয়ার বাইরের দেশের বিরুদ্ধে ভারতের প্রথম জয়। ৩৫ মিনিটে জ্যাকসনের গোলে পিছিয়ে পড়ার পর ৪২ থেকে ৬৯ মিনিটের মধ্যে ভারতের তিনটি করেন শিবেন্দ্র সিংহ, সন্দীপ সিংহ ও তুষার খান্দেকর। রাউন্ড রবিনে বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে চার নম্বর দেশ ব্রিটেনের কাছে ২-৩ হেরেছিল ভারত। ভারতীয় দলের অস্ট্রেলীয় কোচ নবস বলেছেন, “পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়ানোর মতোই ভাল হকি খেলেছে ভারত। আমরা ওখানে দাঁড়ানোর যোগ্য।” টুর্নামেন্টের সেরা একাদশেও ভারতের মিডফিল্ডার সর্দার সিংহ এবং ফরোয়ার্ড এস ভি সুনীল নির্বাচিত হয়েছেন। এ দিকে, ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ হারিয়ে ট্রফি জিতল নিউজিল্যান্ড।

নির্বাসনে মণীশরা
একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের জেরে আইপিএল থেকে নির্বাসিত হওয়ার পরে এ বার ঘরোয়া ক্লাব ক্রিকেট থেকেও নির্বাসিত মণীশ মিশ্র ও তাদুরি সুধীন্দ্র। মঙ্গলবার থেকে ইন্দৌরে শুরু আন্তঃ-ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই দুই ক্রিকেটার খেলতে পারবেন না বলে আজ জানিয়ে দিয়েছে ইন্দৌর ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশন। সচিব অমিতাভ বিজয়বর্গীয় বলেছেন, “মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আমারা জেনেছি যে এই দু’জনের উপর বোর্ডের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তাই এদের ক্লাব ক্রিকেটও খেলতে দেওয়া হবে না।” প্রসঙ্গত, স্টিং অপারেশনে ডেকান চার্জার্সের সুধীন্দ্র টাকা নিয়ে নো বল করতে রাজি হচ্ছেন দেখানো হয়। আর মণীশ মিশ্র দাবি, তিনি পুণে ওয়ারিয়র্স মালিকদের কাছ থেকে নিলামের দামের থেকে অনেক বেশি টাকা পাচ্ছেন।

বাস্কেটবলে জয়ী মেয়েরা
রাজ্য মিনি বাস্কেটবল লিগে পর পর ৪টি ম্যাচ জিতলেন বর্ধমানের মেয়েরা। কলকাতার বাস্কেটবল সংস্থার মাঠে ওই ম্যাচ হয়। বড়িষা ও রাখী সঙ্ঘকে তারা দু’বার হারায়। ৯ জুন তারা দক্ষিণ ২৪ পরগনার বিরুদ্ধে খেলবে। ছেলেদের দলটি দু’টি ম্যাচ হেরে একটি জিতেছে।

বয়কটে নেই অস্ট্রেলীয়রা
মেলবোর্নের খবর, চব্বিশ ঘণ্টার মধ্যেই অন্য সুর অস্ট্রেলীয় ক্রিকেটারদের। বোর্ডের সঙ্গে পেমেন্ট সংক্রান্ত মতানৈক্যে অস্ট্রেলীয় কিছু ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে এক দিনের ম্যাচ বয়কট করতে পারেন বলে খবর রটেছিল। রবিবারই এক অস্ট্রেলীয় সংবাদপত্র অস্ট্রেলিয়ার এক জন সিনিয়র ক্রিকেটারকে উদ্ধৃত করে বলেছে, “এই মুহূর্তে অস্ট্রেলীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ বয়কটের কোনও পরিকল্পনা নেই। এ রকম কিছু ঘটবে না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.