ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বদল আনা যায় কি না, এই নিয়ে যখন বিতর্ক চলছে, তখন মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন তাঁর পছন্দের অধিনায়কের নাম। আর ধোনির পছন্দের অধিনায়ক হলেন স্বয়ং ধোনি নিজেই!
আপনার পরে ভারতীয় দলের অধিনায়ক কে হতে পারেন? শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণরেখা দেখতে এসেছেন ধোনি। সেখানে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক আজ সাফ বলে দেন, “অধিনায়ক বাছাটা তো আমার কাজ নয়। আমার পছন্দ-অপছন্দের উপরও নির্ভর করে না....তবে আমার পছন্দের অধিনায়ক হবে...আমি।” এর পরে অবশ্য ভারত অধিনায়ক হিসাবে কয়েক জনের নাম করলেন যাঁরা ভবিষ্যতে নেতৃত্বের দৌড়ে আছেন বলেই তিনি মনে করেন। “নেতৃত্বের দৌড়ে আছে, এ রকম কয়েক জনের নাম মনে আসছে। যেমন, বীরেন্দ্র সহবাগ আছে, গৌতম গম্ভীর আছে। বিরাট কোহলির নামও থাকবে,” বলেছেন ধোনি। |
প্রসঙ্গত, কোহলি এই মুহূর্তে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেও কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় অনেকেই ধোনির জায়গায় গম্ভীরকে অধিনায়ক হিসাবে দেখতে চান। অন্তত টেস্ট ক্রিকেটে তো বটেই। আর এ দিন ধোনির এই মন্তব্যের পর সব মিলিয়ে নেতৃত্ব নিয়ে বিতর্ক আবার জমে গেল।
এক দিকে জাতীয় দলের নেতৃত্ব। অন্য দিকে রাজ্যসভায় সচিন তেন্ডুলকর। ধোনি মন্তব্য করেছেন সব নিয়েই। আগামিকালই রাজ্যসভায় শপথ নেবেন সচিন। তার আগে ধোনি বলেছেন, “রাজ্যসভাটা সচিনের কাছে নতুন একটা বিষয় হতে পারে, কিন্তু আমি নিশ্চিত, সচিন সেখানেও নিজের একটা অবদান রাখবে। ওকে শুভেচ্ছা জানাই।” |