প্রথমে ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পাকিস্তানের একটি দলকে ভারতে আমন্ত্রণ। এর পর আইপিএল ফাইনাল দেখতে ডাকা হয় পাক বোর্ড কর্তাদের। আর এ বার ঘটতে পারে আরও এক অভাবনীয় ঘটনা। হয়তো এ বছরেই পাকিস্তানের জাতীয় দলকে ধোনিদের বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে দেখা যেতে পারে। অন্তত এমনটাই জানাচ্ছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।
গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে মোহালিতে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তার পর দু’দেশের কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনা হলেও ক্রিকেট যেন থমকে ছিল। এ বছর থেকেই শুরু হয়েছে বরফ গলার ইঙ্গিত। যা শেষ পর্যন্ত পূর্ণতা পেতে পারে পাকিস্তানের ভারত সফর দিয়ে। তা যদি এক ম্যাচের সফর হয়, তা হলেও।
ভারতে এক সপ্তাহ কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন আশরাফ। তিনি চাইছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে যেতে, যাতে ভবিষ্যতে নিরপেক্ষ জায়গায় না খেলে পাকিস্তান আবার ভারতেই খেলতে যেতে পারে। ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর এ দিন আশরাফ বলছেন, “এ বছর যা ক্রীড়াসূচি, তাতে পূর্ণাঙ্গ একটা সফর সম্ভব নয়। কিন্তু আমরা চাইছি, গোটা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমরা একটা ম্যাচ খেলতে এ বছর ভারতে যাব। এ নিয়ে আমার সঙ্গে ভারতীয় বোর্ড কর্তাদের কথাও হয়ে গিয়েছে। আমার মনে হয়, একটা ম্যাচ খেলা মানেই বোঝানো যাবে যে দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কটা স্বাভাবিক হয়েছে।” শোনা যাচ্ছে, ওয়ান ডে নয়, একটি টেস্ট খেলতে ভারতে আসতে পারে পাকিস্তান।
আশরাফ আরও জানাচ্ছেন, কুয়ালা লাম্পুরের আইসিসি-র বৈঠকেই সম্ভবত ম্যাচের তারিখ চূড়ান্ত হয়ে যাবে। “এ মাসেই সম্ভবত ভারতের বিরুদ্ধে ওই ম্যাচের তারিখ আপনাদের জানিয়ে দিতে পারব,” বলেছেন তিনি। |