আর একটু হলেই একই দিনে গ্র্যান্ড স্লাম থেকে মেয়ে এবং পুরুষ দুই শীর্ষ বাছাইয়ের বিদায় ঘটে যেত। টেনিসের ইতিহাসে যে জোড়া অঘটনের পূর্ব নজির নেই। রবিবার রোলাঁ গারোর লাল সুরকির কোর্টে প্রথম অঘটনটা ঘটল। দ্বিতীয় অঘটনটা ঘটা কোনওক্রমে রক্ষা পেল।
সুজান লেংলেন কোর্টে মেয়েদের শীর্ষ বাছাই আজারেঙ্কা চতুর্থ রাউন্ডে স্লোভাকিয়ার চিবুলকোভার কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন। ২-৬, ৬-৭ (৪-৭)। দু’জনের আট বারের সাক্ষাতে চিবুলকোভার এটা মাত্র দ্বিতীয় জয়। প্রথমটাও ক্লে কোর্টে হলেও দীর্ঘ চার বছর আগে, ২০০৮-এ। গ্র্যান্ড স্লামে দু’জনের এই প্রথম সাক্ষাৎ এবং সেখানে আজারেঙ্কার অপ্রত্যাশিত হারে তিনি ফরাসি ওপেন শেষে বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর আসনও হারাতে পারেন। যদি বিশ্বের দু’নম্বর শারাপোভা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যান। কেরিয়ারে তো বটেই চলতি বছরেও আজারেঙ্কার সঙ্গে বিশ্বের ১৬ নম্বর চিবুলকোভার সাফল্যের কোনও তুলনাই হয় না। ২০১২-এ চারটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আজারেঙ্কার এ দিনের ম্যাচের আগে জয়-পরাজয়ের হিসেব ছিল ৩৫-৩। সেখানে গোটা কেরিয়ারে একটি খেতাব জয়ী চিবুলকোভার হিসেব ১৬-১৪। কিন্তু কোর্টে প্রায় সমস্ত রকমের ভুল করে হারার পরে আজারেঙ্কাকে যখন প্রশ্ন করা হয়, এই হারকে কী ভাবে হজম করবেন? গোমড়া মুখে তিনি বলেন, “নিজেকে নিজের হাতে খুন করে!” |
পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই জকোভিচেরও হয়তো সেই দশা হত। এ বারের টুর্নামেন্টে এ দিনের আগে একটাও সেট না হারানো ‘জোকার’ আজ ফিলিপ শাঁতিয়ের কোর্টের দর্শকেরা কিছু বুঝে ওঠার আগেই চতুর্থ রাউন্ডে ০-২ সেটে পিছিয়ে পড়েন। পরের তিনটে সেট জিতে জকোভিচ কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ পয়েন্ট পর্যন্ত অবিশ্বাস্য লড়েছেন ২২ নম্বর বাছাই ইতালিয়ান আন্দ্রিয়াস সিপ্পি। যিনি রবিবারের আগে জকোভিচের সঙ্গে সাতটা ম্যাচ খেলে সাতটাই হেরেছিলেন। সব মিলিয়ে দু’টোর বেশি সেট নিতে পারেননি। সেই প্রতিদ্বন্দ্বীকে ৪-৬, ৬-৭ (৫-৭), ৬-৩, ৭-৫, ৬-৩ হারাতে কালঘাম ছুটে গেছে বিশ্বের এক নম্বরের।
ততক্ষণে পাশের কোর্টেও আর এক নাটক! কিংবদন্তি ফেডেরার চতুর্থ রাউন্ডে অজ্ঞাতকুলশীল বেলজিয়ান গোফিনের কাছে প্রথম সেট ৫-৭ হারায় রোলাঁ গারোয় ফিসফাস শুরু হয়ে যায়, গ্র্যান্ড স্লামের সর্বকালের মহাঅঘটনের দিন কি আজই? বয়সে দশ বছরের ছোট গোফিনের সঙ্গে ফেড-এক্সের এটাই সার্কিটে প্রথম সাক্ষাৎ। যিনি ফরাসি ওপেনে ১৭ বছর পরে কোয়ালিফাইং রাউন্ডের ‘লাকি লুজার’ হিসেবে মূলপর্বে ঢুকে শেষ ষোলো পর্যন্ত উঠে এসেছিলেন। স্টেপানেক, ক্লেমেন্ত, কুবোত পরপর সার্কিটের তিন অভিজ্ঞকে হারিয়ে। কিন্তু ফেডেরার সম্বিত ফিরে পেতেই পরের তিনটে সেট টানা জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান। ফেডেরার জেতেন ৫-৭, ৭-৫, ৬-২, ৬-৪। ও দিকে, ইতালির এক মেয়ে পরপর দু’রাউন্ডে দুই প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে শেষ আটে চলে গেলেন। তৃতীয় রাউন্ডে ইভানোভিচকে হারানোর পরে এ দিন চতুর্থ রাউন্ডে সারা এরানি ৬-০, ৭-৫ হারান কুজনেৎসোভাকে।
এ সবের মধ্যে ভারতীয়দের পক্ষে সুখবর, মহেশ-সানিয়া জুটি মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন। সপ্তম বাছাই ভারতীয় জুটি ৭-৬ (৭-৪), ৬-৩ হারান ফরাসি জুটি রাজানো-দেভিলদারকে। |