|
|
|
|
ইউরোর তারারা |
অঁরির টোটকা পার্সিকে |
থিয়েরি অঁরির টোটকা! নেদারল্যান্ডসের হয়ে ইউরো-যুদ্ধে নামার আগে যা গুরুমন্ত্র রবিন ফান পার্সির। প্রাক্তন ফ্রান্স অধিনায়ক আর্সেনালে পার্সির টিমমেট। পার্সির কথায়, “বড় টুর্নামেন্টের আগে বরাবর খুব নার্ভাস থাকতাম। আজকাল থাকি না। থিয়েরির টোটকা দারুণ কাজে লাগছে।” অঁরির পরামর্শেই ইউরোর প্রস্তুতিপর্বের ম্যাচগুলোয় স্রেফ নিজের কাজটা করায় মন দিচ্ছেন। তাঁর কথায়, “থিয়েরি বলে, আসল লড়াই বাঁচিয়ে রাখো বড় ম্যাচের জন্য। আমার পরের বড় মুহূর্ত ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচটা।”
|
হান্টেলারের চাবিকাঠি |
কাকার কাছে উপহার পাওয়া চাবির রিং। যাতে আছে ১৯৮৮ ইউরো ফাইনালে রুড খুলিটের হেড করার ছবি। ফান পার্সির প্রেরণা অঁরি হলে, হান্টেলারের চাবিকাঠি এই চাবির রিংটা। কাকার উপহার ঘুরছে ডাচ স্ট্রাইকারের স্মৃতিতে। হান্টেলার এ বার ইউরোর যোগ্যতা পর্বে ১২ গোল করে টেক্কা দিয়েছেন মিরোস্লাভ ক্লোসে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দাভিদ ভিয়াদের।
|
অনিশ্চিত ফাব্রেগাস |
বর্তমান বিশ্বসেরা বনাম প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। লা রোজা বনাম নীল আজুরি। কিন্তু ইউরোর ধুন্ধুমার সেই লড়াইয়ে খুব সম্ভবত খেলতে পারবেন না সেস ফাব্রেগাস। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ফাইনাল খেলতে গিয়ে উরুর পেশিতে চোট লাগিয়েছিলেন। আপাতত তিনি সুস্থ। কিন্তু প্রথম ম্যাচে অনিশ্চিত।
|
রুনির জন্য ডগমগ এভ্রা |
ইউরোর গ্রুপ ম্যাচে ওয়েন রুনিকে মার্ক করার কঠিন কাজটা করতে হবে না। এটা ভেবেই খুশিতে ডগমগ প্যাট্রিক এভ্রা! ফরাসি লেফট ব্যাকের কথায়, “রুনি নেই মানে ফ্রান্সের একটা সমস্যা কমল। ওর মতো ফুটবলারকে আপনি নিজের দলে দেখতে চান, প্রতিপক্ষ আক্রমণে নয়।” এভ্রা অবশ্য তাঁর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সতীর্থকে সমবেদনা জানাতে ভুলছেন না।
|
টুইটে বিপদ, সঙ্কেত লো-র |
ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। স্পেন এবং ডেনমার্ক ইউরো চলাকালীন ফুটবলারদের এই সব সাইট ব্যবহার নিষিদ্ধ করেছে। লো অতটা কড়াকড়িতে নারাজ। তবে সতর্ক করেছেন, “ফেসবুক বা টুইটার খুব বিপজ্জনক।” জার্মান কোচ অবশ্য মানছেন, সাইটগুলো ফুটবলারদের যোগাযোগের মাধ্যম। নিজেদের মধ্যে, সমর্থকদের সঙ্গেও। তবে তিনি এ সবে নেই।
|
মেরে মরবেন মারিও |
ইউরোর মাঠে বর্ণবিদ্বেষীদের প্রাণে মারার হুমকি দিয়ে রাখলেন মারিও বালোতেলি। ইতালি এবং ম্যাঞ্চেস্টার সিটির একুশ বছরের স্ট্রাইকারের সাফ কথা, “মাঠে বা রাস্তায় কেউ আমার দিকে কলা ছুড়লে, তাকে কিন্তু খুন করে দেব। তার পর আমার জেল হলে হবে।”
|
শেভচেঙ্কোর স্বপ্ন |
তাঁর নেতৃত্বে ঘরের মাঠে ইউরো কাপ জিতছে ইউক্রেন। ব্যস ইতনা সা খোয়াব হ্যায়! আর এই খোয়াবেই আপাতত বুঁদ ইউক্রেন অধিনায়ক আন্দ্রি শেভচেঙ্কো। এ বার, নিজের বর্ণময় ফুটবল জীবনের উপর পাকাপাকি পর্দা ফেলার আগে শেষ বারের মতো জিততে চান ফুটবল মঞ্চে।
|
গ্যারিও কাহিল |
কপাল বটে রয় হজসনের! ইউরোর মুখে বেড়েই চলেছে ইংল্যান্ড কোচের চোট-সমস্যা। প্রথমে গ্যারেথ ব্যারি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পরে এ বার গ্যারি কাহিল। চোয়াল ভেঙে ইউরো থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের আরও এক তারকা। তাঁর জায়গায় দলে লিভারপুলের মার্টিন কেনি।
|
সেরা সাতের দুই আশা, দুই আশঙ্কা
|
|
দেশ |
ফিফা
ক্রমপর্যায় |
শক্তি |
দুর্বলতা |
|
স্পেন |
১ |
• অসাধারণ মাঝমাঠ।
• দুর্দান্ত ধারাবাহিকতা। |
• ভিয়া ও পুয়োল না থাকায় ফরোয়ার্ড, রক্ষণের অবস্থা তত ভাল নয়।
• মাঝমাঠে এত ভাল ফুটবলার, বাছাই সমস্যা। |
|
জার্মানি |
২ |
• এক ঝাঁক তরুণ প্রতিভা।
• চমৎকার ফরোয়ার্ড লাইন। |
• সাম্প্রতিক পারফরম্যান্স ভাল নয়, স্টপার লাইনও।
• দলে অধিকাংশই বায়ার্নের, চ্যাম্পিয়ন্স লিগের শোক সামলাতে পারেনি। |
|
নেদারল্যান্ডস |
৪ |
• মাঝমাঠ, ফরোয়ার্ড ভাল।
• দারুণ ফর্মে ফান পার্সি, রবেন, হান্টেলার। |
• স্নাইডার ভাল ফর্মে নেই, ডিফেন্স ভাল নয়।
• ২৪ বছর বড় মঞ্চে শেষ মুহূর্তে ডুবে আসছে। |
|
ইংল্যান্ড |
৭ |
• তরুণ প্রতিভা অনেক।
• মনোবল ভাল জায়গায়। |
• চোট আঘাতে ল্যাম্পার্ড, ব্যারি, কাহিল নেই।
• রুনি প্রথম দিকে নেই। |
ফ্রান্স |
১৬ |
• রিবেরি, নাসরি, বেঞ্জিমার বোঝাপড়া।
• তরুণদের সৌজন্যে ২০ ম্যাচে টানা অপরাজিত। |
• রক্ষণে এভ্রা বাদে অভিজ্ঞ লোক নেই।
• মাথা গরম করার লোক অনেক। |
|
ইতালি |
১২ |
• ১৯৮২, ২০০৬ সালে দেখা গিয়েছে দেশ জুড়ে বিতর্ক চললেই ইতালিয়ানরা জ্বলে ওঠে।
• বালোতেলি, কাসানো, পির্লোর বোঝাপড়া। |
• বুঁফো, পির্লো বাদে কোনও নেতা নেই।
• সাম্প্রতিক ফর্ম খুব খারাপ। |
|
পর্তুগাল |
৫ |
• ইউরোপের সেরা ফুটবলার তাদেরইরোনাল্ডো।
• প্রত্যাশা কম বলে চাপ কম। |
• কার্ভালহো, বোসিঙ্গা কোচের সঙ্গে ঝামেলায় খেলতে যাননি বলে রক্ষণ খারাপ।
• শুধু রোনাল্ডো-নানিকে নিয়ে গ্রুপে ডাচ, জার্মানদের টপকে ওঠা কঠিন। |
|
|
|
|
|
|