লিও মেসির উদ্দীপ্ত ফুটবল ক্রমশ ক্লাব দল থেকে জাতীয় দলেও সম্প্রসারিত হচ্ছে। দেশের জার্সি গায়ে কিছু দিন আগে প্রথম হ্যাটট্রিক করার পর গত রাতে বার্সেলোনার মহাতারকা মেসি প্রাক বিশ্বকাপে আর্জেন্তিনাকে লাতিন আমেরিকান গ্রুপে শীর্ষে তোলার পিছনে বড় ভূমিকা নিলেন। মেসির দাপটেই ইকুয়েডরকে ৪-০ গোলে হারিয়ে আর্জেন্তিনা ৫ ম্যাচে ১০ পয়েন্টে সবার আগে। চিলির থেকে ১ পয়েন্ট এবং উরুগুয়ের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে মেসিরা। একটি করে গোল করেন আগেরো, ইগুয়াইন, মেসি এবং দি’মারিয়া।
মেসি গোল করেন ৩৫ গজের একক দৌড়ের পরে বিপক্ষ গোলকিপার ডোমিঙ্গেজ-কে কাটিয়ে। তার আগে বিপক্ষের তিন জনকে কাটিয়ে নিখুঁত পাসে ইগুয়াইন-কে দিয়ে গোল করান। নিজের জন্মদিনে সের্জিও আগেরো অবশ্য আর্জেন্তিনার প্রথম গোলটি করেন ম্যাচের ২০ মিনিটে। |
খেলা শেষের ১৫ মিনিট আগে মেসি-ম্যাজিক থেকেই আর্জেন্তিনার শেষ গোল অ্যাঞ্জেল দি’মারিয়া-র। অন্য ম্যাচে উরুগুয়ে নিজেদের মাঠে ৮৪ মিনিট অবধি এগিয়ে থেকেও ১-১ ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। নির্ধারিত সময়ের মাত্র ৬ মিনিট আগে সলমন রন্দন সমতা ফেরান। দিয়েগো ফোরলানের উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন রেনি ভেগা। চিলি ২-০ হারিয়েছে বলিভিয়াকে।
জাতীয় দলের জার্সি গায়ে ২৩তম গোল পাওয়ার দিন আর্জেন্তিনা অধিনায়ক মেসি বলেছেন, “আমরা সব সময় আমাদের সমর্থকদের খুশি করার পথ খুঁজি। সব ম্যাচে মাঠ থেকে গ্যালারিতে ওদের সঙ্গে আনন্দের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি।” মারাদোনার জামাই আগেরো বলেছেন, “জন্মদিনের দারুণ উপহার এই জয় আর আমার গোলটা।” |