ইউরো কাপ শুরুর আগে নেদারল্যান্ডস টিম পেল অনেকটা আত্মবিশ্বাস। আর তাদের কোচ বার্ট ফান মারউইক খুশি রিজার্ভ বেঞ্চের শক্তিও যাচাই হয়ে গেল বলে। শনিবার নেদারল্যান্ডস ৬-০ হারাল উত্তর আয়ার্ল্যান্ডকে। তার পর মারউইক বলেন, “একটা সাধারণ মানের দলের সঙ্গে খেললাম। তা-ও এটা বলাই যায়, যে আমাদের দলের দক্ষতা দিন-দিন বাড়ছে।” টিমের পারফরম্যান্সে যথেষ্ট আশাবাদী মারউইক আরও বলেন, “টিমের দু’টো ব্যাপারে আমি নিশ্চিত হতে পারছি। এক, প্রান্ত দিয়ে খেলার ব্যাপারে আমরা আরও শক্তিশালী হয়েছি। দুই, আর দু’বছর আগের তুলনায় এই টিম অনেক বেশি শক্তিশালী।”
আমস্টারডামে হাজির ডাচ সমর্থকরা নিশ্চয়ই খুশি হয়েছেন প্রিয় তারকাদের ফর্ম দেখে। সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা রবিন ফান পার্সি-র দুরন্ত ফর্ম এখনও অব্যাহত। তিনি জোড়া গোল করেন। ইব্রাহিম আফিলে দু’টি গোল করেন। বাকি গোল দু’টি ওয়েসলি স্নেইডার ও রন ভ্লারের। মারউইকের কাছে আর একটা ভাল খবর স্নেইডারের সুস্থ হয়ে ওঠা। আগের ম্যাচে উরুতে চোট পেয়ে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি। শনিবার কিছুটা ফিরে পেলেন নিজেকে। |
ডাচ কোচের ৪-২-৩-১ ছকে ফরোয়ার্ড হিসাবে ফান পার্সিকেই দেখার সম্ভাবনা বেশি। তবে খুব পিছনে নেই ক্লাস জান হান্টেলার। শালকের এই স্ট্রাইকার বুন্দেশলিগার সর্বোচ্চ গোলদাতা। ইউরোর যোগ্যতা অর্জন পর্বেও। মারউইক বলছেন, “হান্টেলার আর ফান পার্সি একসঙ্গে ইউরোয় খেলবে কিনা আমি নিশ্চিত নই। তবে আমি খুব খুশি স্নেইডার সুস্থ হয়ে যাওয়ায়। আর রবেনও বায়ার্ন মিউনিখে ভাল খেলে এসেছে।” তবে ডাচ কোচ জানান, পার্সি ও হান্টেলার “মারউইক অবশ্য আনন্দে ভেসে থাকতে চান না। তাঁর কথায়, “মাঝেমাঝেই বাজে ভুল করেছি। কিন্তু বেশ কয়েকটা ভাল আক্রমণও করেছি। গোলগুলোও সুন্দর ছিল। তবে আমাদের এখনই অনেকটা এগিয়ে গেলে হবে না। তবে আমরা ঠিক পথেই আছি।” ইউরো কাপে তাঁদের লড়াই মরণ-বাঁচন গ্রুপে। জার্মানি, ডেনমার্কের সঙ্গে আছে পর্তুগালও। |
নেদারল্যান্ডস |
সম্ভাব্য প্রথম এগারো |
গোলকিপার: স্টেকেলেনবার্গ (রোমা)
ডিফেন্ডার: ফান ডার উইয়েল (আয়াখস), হেইতিঙ্গা (এভার্টন),
মাথিজসেন (মালাগা), জেট্রো উইলেমস (আইন্দোভেন)
মিডফিল্ডার: দে জং (ম্যাঞ্চেস্টার সিটি), আফিলে (বার্সেলোনা), ফান বোমেল (এসি মিলান),
রবেন (বায়ার্ন মিউনিখ), স্নেইডার (ইন্টার মিলান)
ফরোয়ার্ড: ফান পার্সি (আর্সেনাল) |
বেঞ্চে থাকবেন যাঁরা |
গোলকিপার: ভর্ম (সোয়ানসি), ক্রাল (নিউক্যাসল)
ডিফেন্ডার: বুলারুজ (স্টুটগার্ট), রন ভ্লার (ফেনুর্ড), বোউমা (আইন্দোভেন)
মিডফিল্ডার: ফান ডার ভার্ট (টটেনহ্যাম), স্কারস (স্পোর্টিং লিসবন), স্ট্রুটম্যান (আইন্দোভেন)
ফরোয়ার্ড: কাউট (লিভারপুল), হুন্টেলার (শালকে), লুক (টুয়েন্টে), নারসিং (হিরেনভিন) |
|
|
দু’বছর আগে স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে। দলের তারকা স্নেইডারের ধারণা, এ বারও ফাইনালে স্পেনের সঙ্গেই দেখা হবে কমলা-বাহিনীর। “গত দু’বছরে স্পেনের দলটায় খুব পরিবর্তন হয়নি। আমার মনে হয়, ইউরো-র সেরা দল স্পেনেরই। ওরাই ফাইনালে যাবে। আর উল্টো দিক থেকে আমরা।” যাঁকে কোচ মাঝে কয়েকটি ম্যাচ খেলাননি চোটের জন্য। তেমনই বার্সেলোনার তরুণ ফুটবলার আফিলেকে প্রথম এগারোয় রেখেছিলেন দেখে নিতে। তিনি দু’টি গোল করে প্রথম এগারোয় ঢোকার প্রতিযোগিতা বাড়িয়ে দিলেন।
‘ডাচদের বেকহ্যাম’ রাফায়েল ফান ডার ভার্টকে নিয়ে যথেষ্ট আশায় সমর্থকরা। টটেনহ্যামের তারকার জন্য আশার কথাই শোনালেন কোচ। মারউইক বলেন, “প্রথম দলে সব কিছু মোটেই নিশ্চিত নয়। রাফায়েল হয়তো প্রথম ম্যাচে শুরু থেকে খেলতে পারে।” তেমনই বলেছেন স্নেইডার বা আফিলেকে নিয়েও। জানান, স্নেইডার চোটের জন্য একটু অনিশ্চিত ছিল। “স্নেইডার বা আফিলে খুব শীঘ্রই গোটা ম্যাচ খেলবে।”
|