টুকরো খবর
বিয়েতে মত না দেওয়ায় কিশোরীর মুখে অ্যসিড
বিয়ের প্রস্তাবে সম্মত না হওয়ায় রাতে বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে কিশোরীর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অ্যাসিডে কিশোরীর মা-ও জখম হন। ঘটনাটি ঘটেছে গত ২৬ মে রাতে, পাণ্ডুয়ার শিখিরা-চাপতা পঞ্চায়েতের শিখিরা গ্রামে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরী চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে খাওয়া-দাওয়া সেরে ওই কিশোরী তার মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিল। গরমের জন্য মেয়েটির বাবা বারান্দায় ঘুমোচ্ছিলেন। অভিযোগ, রাত ১টা নাগাদ রাজীব পণ্ডিত নামে বলাগড়ের কোবরা শিবতলার এক যুবক ঘরে ঢুকে মেয়েটির গায়ে বোতল থেকে অ্যাসিড ঢেলে দেয়। মেয়েটির মুখ, বুক অ্যাসিডে পুড়ে যায়। তার মায়ের হাতে এবং ঘাড়ে অ্যাসিড ছিটকে লাগে। মেয়েটির চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। ওই যুবককে পালিয়ে যেতে দেখেন তাঁরা। মেয়েটিকে রাতেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার মায়ের প্রাথমিক চিকিৎসা করানো হয় ওই হাসপাতালে। গত বুধবার মেয়েটির বাবা পাণ্ডুয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলার ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।” মেয়েটির বাড়ির লোকজন জানান, কয়েক দিন আগে রক্ষাকালী পুজো উপলক্ষে বলাগড়ের দাসপুরে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই ওই যুবক তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তা প্রত্যাখ্যান করে। অভিযোগ, সেই থেকেই ওই যুবক মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করত। ঘটনার দিনও কয়েকবার মোবাইলে ফোন করে মেয়েটিকে দেখা করতে বলে ওই যুবক।

সিএবি-র ক্রিকেট কোচিং ক্যাম্প
ছবি: প্রকাশ পাল।
সিএবি-র অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রশিক্ষণ শিবির শেষ হল শ্রীরামপুরে। ‘তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণে’র জন্য রাজ্যের ৬৪টি মহকুমায় আলাদা ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে সিএবি। খেলার সরঞ্জামও সরবরাহ করে তারা। শ্রীরামপুর মহকুমার শিবিরটি গত ২১ মে থেকে শ্রীরামপুর স্টেডিয়ামে শুরু হয়। মহকুমার বিভিন্ন জায়গা থেকে ১২২ জন খেলোয়াড় প্রাথমিক শিবিরে যোগ দেন। তাদের মধ্যে থেকে ৩৫ জনকে বেছে নেওয়া হয়। সিএবি নিযুক্ত কোচ শতদীপ সাহা এবং শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার দুই কোচ তাদের প্রশিক্ষণ দেন। রবিবার শিবিরের শেষ দিনে শিক্ষার্থীদের মধ্যে দু’টি দল গড়ে ম্যাচ খেলানো হয়। মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শেখর চট্টোপাধ্যায় জানান, আজ, চুঁচুড়ায় শিবিরের সমাপ্তি অনুষ্ঠান হবে। পরে আন্তঃ মহকুমা ক্রিকেট প্রতিযোগিতা করা হবে সিএবি-র তত্ত্বাবধানে। বিভিন্ন মহকুমায় নিযুক্ত কোচেরা প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের তালিকা দেবেন সিএবি-কে।

বেআইনি দখলের বিরুদ্ধে অভিযান
ছবি: হিলটন ঘোষ।
উলুবেড়িয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের পাশে নিমদিঘি বাজার। জনবহুল এই এলাকায় রাস্তার উপরে উঠে আসা দোকানপাট সরানোর জন্য দীর্ঘ দিন ধরে মানুষের দাবি ছিল। উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় ঘিঞ্জি রাস্তায় গাড়ি ঢোকাও মুশকিল। এ বার নিমদিঘি বাজার এলাকায় অবৈধ দখল উচ্ছেদে নামল উলুবেড়িয়া মহকুমা প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। শনিবার প্রায় ৩০০ মিটার রাস্তার দু’ধারে দখল উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় বেশ কিছু দোকানপাট। স্থানীয় বাসিন্দা রেজ্জাক মোল্লার কথায়, “ভিড় রাস্তায় কোনও গাড়ি ঢুকলে তাকে জায়গা করে দিতে পথচারীদের কার্যত দোকানের মধ্যে ঢুকে পড়তে হত। দমবন্ধ করা এই ভিড়ে কোনও দোকানে আগুন লাগলে দমকলের গাড়ি ঢোকারও জায়গা ছিলল না। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিয়াল মোল্লা বলেন, “মোট চার বার মাপ নেওয়া হয়েছে। বছর খানেক আগে ১৯৩ জন স্থানীয় মানুষের স্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রশাসনের বিভিন্ন দফতরে জমা দেওয়া হয়। তিন মাস আগে শেষ বারের মতো জায়গা মেপে চিহ্নিত করা হয়। তারপরে বেআইনি দখলের বিরুদ্ধে এই অভিযান।” উলুবেড়িয়ার পুরপ্রধান দেবদাস ঘোষ বলেন, “৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে নিমদিঘি বাজারের মধ্যে দিয়ে নিমদিঘি বাজার পর্যন্ত পুরো রাস্তাটিই এ বার চওড়া করা হবে। এ জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।”

মেধা পুরস্কার রিষড়ার স্কুলে
গত ২৩ মে রিষড়ার প্যারীমোহন দাশ পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান হল। রিষড়া রবীন্দ্রভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের সূচনা করেন রিষড়া প্রেমমন্দিরের মঠাধ্যক্ষ দেবানন্দ ব্রহ্মচারী। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, আবৃত্তি, যোগাসন এবং নাটক পরিবেশন করে। প্রধান শিক্ষিকা আলেয়া বন্দ্যোপাধ্যায় জানান, বসু বিজ্ঞান মন্দিরের বিজ্ঞানী কল্যাণকুমার মুখোপাধ্যায়, শিক্ষাবিদ স্বপনকান্ত বসু চৌধুরী, অধ্যাপক সাহানা ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রিষড়ার পুরপ্রধান শঙ্করপ্রসাদ সাউ এবং আলেয়াদেবী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন।

পড়ে গিয়ে মৃত্যু
লরিতে ত্রিপল বাঁধার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম শুভঙ্কর মালিক (২৩)। বাড়ি গোঘাটের মহেশপুর গ্রামে। শনিবার রাতে স্থানীয় দামোদরপুরের ওই ঘটনার জখম যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল
ক্যানিংয়ের জীবনতলা থানার হাওড়ামারি হাইস্কুলে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এই পরিচালন সমিতি আগে সিপিএমের দখলে ছিল। এ বার ৬টি আসনই পেয়েছে তৃণমূল। রবিবারের এই নির্বাচন ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রবীন্দ্র-নজরুল স্মরণ
হুগলির শিয়াখালার পাতুল জয়হিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় গত ৩১ মে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পাতুল চণ্ডীমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে গান, নাচ আবৃত্তি পরিবেশিত হয়। শনিবার পাতুল মিলন মন্দিরের উদ্যোগেও রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজিত হয়।

অস্ত্র উদ্ধার, ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ আলম। শনিবার রাতে ক্যানিংয়ের ঘুটিয়ারিশরিফ থেকে পাইপগান-সহ ধরা পড়ে ওই ব্যক্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.