পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার |
সিউড়ি রেল লাইন থেকে রবিবার সকালে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামবিহারী উপাধ্যায় (৪৩)। বাড়ি বিহারের আড়া জেলায়। তিনি সিউড়ি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। জেলা পুলিশ সুপার হৃষিকেষ মিনা বলেন, “রামবিহারীবাবুর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে মানসিক অবসাদে ভোগার জন্য তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ ময়ূরাক্ষ্মী ফাস্ট প্যাসেঞ্জারের চালক একজনকে ঝাঁপ দিতে দেখে সিউড়ি স্টেশন ম্যানেজারকে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ গিয়ে রামবিহারীবাবুর মৃতদেহটি উদ্ধার করে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামবিহারীবাবু কোনও ছেলেমেয়ে নেই। এই ‘অবসাদে’ বছর দু’য়েক আগে তাঁর স্ত্রী আত্মহত্যা করেন। তারপর থেকেই এই পুলিশকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
|
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোলের লাউবেড়িয়া গ্রামে। মৃত যুবকের নাম মাধব দাস (৩৫)। ওই গ্রামে তাঁর বাড়ি। পুলিশ জানায়, এ দিন সকালে রান্নাঘরের পুরনো দেওয়াল ভেঙে ফেলার কাজে নিজেই হাত লাগিয়েছিলেন। সেই সময় দেওয়ালটি ভেঙে পড়লে মাধববাবু চাপা পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |