বাসের ধাক্কায় অটো উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাজল মণ্ডল (৩৬)। তাঁর বাড়ি রানিগঞ্জের বক্তারনগরে। তিনি পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। এর পরে স্থানীয় বাসিন্দারা এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন, রাস্তায় আলো ও কংক্রিটের ফুটপাথ তৈরির দাবিতে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে দাবিপূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হলেন কুনস্তরিয়া এরিয়ার আমকোলা কোলিয়ারির পিট ম্যানেজার সুনীল সিংহ। রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে তিনি জানান, কয়লাচোরদের বাধা দেওয়াতেই তিনি আক্রান্ত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই কোলিয়ারির এজেন্ট এসকে চৌধুরী জানান, শনিবার রাত ১০টা নাগাদ ১ দুষ্কৃতী কোলিয়ারির ডাম্পার থেকে কয়লা লুঠ করতে আসে। তা প্রতিরোধ করতে গেলে তাঁকে লক্ষ করে ইট ছোড়া হয়। তার আঘাতেই জখম বন তিনি।
|
হাসপাতালে ঢুকে ভাঙচুর ও চিকিৎসকদের নিগ্রহে জড়িতদের গ্রেফতার ও হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প বসানোর দাবিতে শনিবার আসানসোল মহকুমা হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। এ দিন দুপুরে সহকারি মুখ্য স্বাস্থ্য অধিকর্তা দিলীপ মণ্ডল সুপারের সঙ্গে দেখা করতে যান। সেই সময়েই চিকিৎসকেরা বিক্ষোভ দেখান। সুপারের তরফে চিকিৎসকদের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।
|
কাটোয়া
ভাগবত সপ্তাহ উদযাপন। কাছারি রোড। বিকাল ৪ টা।
উদ্যোগ: জানকী দাস সেবক সঙ্ঘ, নতুনগ্রাম শাখা।
হিরাপুর
দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা।
বিসিসি মাঠ। সকাল ৭টা। |