|
|
|
|
পালিয়ে গেল বন্দি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শৌচাগারে যাওয়ার নাম করে পুলিশ কর্মীকে ধাক্কা মেরে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে কালিম্পং থানায়। প্রতারণায় অভিযুক্ত ওই বন্দির নাম সোনম দরজি ভুটিয়া। বাড়ি কালিম্পংয়ের পেডংয়ে। গত মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কালিম্পং আদালতের বিচারক। এ দিন রাতে একজন অফিসার সহ চারজন পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্ব ছিলেন। তাঁদের ‘লাইনে ক্লোজ’ করার নির্দেশ দিয়েছেন দার্জিলিং পুলিশ অফিসার কুণাল অগ্রবাল। পাশাপাশি পলাতক বন্দিকে ধরার জন্য জেলা পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওই বন্দি নেপাল অথবা সিকিমের দিকে যেতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশ সুপার বলেন, “প্রত্যেকটি থানাকে সতর্ক করা হয়েছে। আশা করি দ্রুত ওই বন্দিকে গ্রেফতার করা হবে। রাতে ডিউটিতে ছিলেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে।” পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনম নিজেকে আয়কর দফতরের অফিসার পরিচয় দিয়ে কালিম্পংয়ের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কালিম্পংয়ের এক ব্যক্তি কালিম্পং থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই গত মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় সোনম নামে ওই যুবককে। জিজ্ঞাসাবাদের জন্য ওই দিনই তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিন রাতে থানায় একজন ডিউটি অফিসার ছাড়াও একজন কনস্টেবল এবং ২ জন কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব ছিলেন। গভীর রাতে সেলের সামনে থাকা কনস্টেবলকে শৌচাগারে যাওয়ার কথা জানায় সোনম। তিনি অভিযুক্তকে সেল থেকে বার করতেই কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যায় সোনম। ঘটনার পর অন্তত আড়াই ঘন্টা ধরে থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে খুঁজতে থাকে। পরে বিষয়টি কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দোর্জিকে জানানো হয়। তিনি বলেন, “ঘটনার পর থেকেই পলাতক বন্দিকে খোঁজা হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশে ওই চারজনকে লাইনে ক্লোজ করা হয়েছে।” |
|
|
|
|
|