|
|
|
|
ধূপগুড়িতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর দাবি |
জিতলে বদলাবে শহর |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
পুরসভায় তৃণমূল ক্ষমতা দখল করলে রাজ্যের মধ্যে ধূপগুড়িকে ‘মডেল’ হিসাবে দেখানো হবে বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুর দফতর থেকে শুরু করে রাজ্য সরকারের নানান দফতর এমনকী, নদী দূষণ রোধ করতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে সাহায্য নিয়ে পুরসভার ভোল পাল্টে ফেলার কথা জানান মন্ত্রী। শুক্রবার বেলা তিনটা পর্যন্ত পুর নির্বাচনের শেষ প্রচার ছিল। দুপুর ২টো নাগাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তৃণমূল নেতা গৌতম দেব সাংবাদিক বৈঠক করে এলাকাবাসীর জন্য এই সমস্ত প্রতিশ্রুতি দেন। গৌতমবাবুর কথায় “কেবলমাত্র তৃণমূল পরিচালিত উত্তরবঙ্গে একটি মাত্র পুরসভা হবে। ধূপগুড়ি মাষ্টার প্ল্যান করে উন্নয়ন করা হবে। এই পুরসভাকে মডেল হিসাবে তৈরি করে কাজকর্মগুলি নিয়ে তথ্যচিত্র তৈরি করে আগামী দিনে পুরসভা নির্বাচনে প্রচার চালাব। তাই ধূপগুড়িকে মডেল হিসাবে পরবর্তী নির্বাচনী প্রচারে দেখাতে চাই।” তৃণমূলের পাশাপাশি কংগ্রেস একক ভাবে পুরসভার ক্ষমতায় আসবে বলে নেতৃত্বের দাবি। মানুষ এবার তাঁদের পক্ষে রায় দেবেন বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস নেতা নির্মলেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, “ধূপগুড়ির পাশে কংগ্রেস পরিচালিত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি পুরসভা যে ধরনের উন্নয়ন মূলক কাজকর্ম চলছে তার ধারে কাছে নেই ধূপগুড়ি। মানুষ এবার আমাদের পক্ষে রায় দেবে বলে মনে করছি।” তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে বলে সিপিএমের অভিযোগ। দলের জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সলিল আচার্যের অভিযোগ, “নির্বাচনের আগে মানুষকে পেতে তৃণমূল বিভ্রান্ত করছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির পুরসভা তাদের হাতে থাকলেও কোনও কাজকর্ম হচ্ছে না। তাই তারা যাই প্রতিশ্রুতি দিন না কেন, মানুষকে পাশে নিয়ে ধূপগুড়ি পুরসভার উন্নয়ন ধারা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মানুষ আমাদের পাশে থাকবেন।” ১৬ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। তারাও এবার নির্বাচনে জিতে পুরসভা দখলের দাবি করেছে। |
|
|
|
|
|