কেবল নিয়ে রাজ্য সব পক্ষের বৈঠক চায়, রাজি দিল্লিও
কেবল টিভি’তে ডিজিট্যাল সম্প্রচার চালু করার লক্ষ্যে রাজ্যের সমস্ত কেবল অপারেটর, মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে আগ্রহী কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুক্রবার মহাকরণে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ।
কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিব উদয় বর্মা এ দিন মহাকরণে এসে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছিলেন। কেবল টিভি পরিষেবায় ‘ডিজিটাইজেশন’ প্রসঙ্গে দু’জনের কথা হয় দীর্ঘক্ষণ। নয়া ব্যবস্থায় কেবল অপারেটরদের-এমএসওদের ভূমিকা এবং সেট টপ বক্সের জোগান নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে মহাকরণ-সূত্রের খবর।
পরে মুখ্যসচিব জানান, রাজ্যের তরফে কেবল-শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মহলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনে জোর দেওয়া হয়েছে। মন্ত্রকও সকলকে নিয়ে আলোচনায় বসতে আগ্রহী। আর কেন্দ্রীয় সচিবের কথায়, “মুখ্যসচিবকে বিস্তারিত সব জানিয়েছি। কলকাতায় ডিজিটাইজেশন চালুর বিষয়ে রাজ্য সরকার শিগগিরই মূল্যায়ন-ভিত্তিক রিপোর্ট পাঠাবে। আমরা তা খতিয়ে দেখব।”
আগামী ১ জুলাই কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই এই চার মেট্রো শহরে কেবল টিভি পরিষেবায় বাধ্যতামূলক ভাবে ডিজিটাইজেশন চালু করার নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু গোড়া থেকেই এর বিরুদ্ধে। রাজ্যের যুক্তি, মহানগরের সর্বত্র অ্যানালগ পদ্ধতি ছেড়ে ডিজিট্যাল কেবল সম্প্রচার শুরু করতে গেলে যত সেট টপ বক্স দরকার, তা বাজারে অমিল। ফলে তড়িঘড়ি ট্রাইয়ের নির্দেশ কার্যকর করতে গেলে হরেক জটিলতা দেখা দেবে বলে রাজ্যের আশঙ্কা।
এখন প্রায় একই সুরে ডিজিটাইজেশনের বিরোধিতায় নেমেছে তামিলনাড়ুও। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, মেট্রো শহরগুলোয় সেট টপ বক্সের জোগান নিয়ে সমস্যা যে একটা তৈরি হচ্ছে, ট্রাইয়ের কর্তারাও তার আঁচ পেয়েছেন। এবং সে ক্ষেত্রে ডিজিট্যাল সম্প্রচার চালু করার সময়সীমা নির্ধারিত ১ জুলাই থেকে ক’মাস পিছিয়ে যাওয়াও অসম্ভব নয় বলে মনে করছেন মন্ত্রক-কর্তাদের একাংশ। এ দিন বর্মাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য স্পষ্ট কোনও মন্তব্য করেননি।
এ দিকে আজ বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার আয়োজিত কেবল টিভি সংক্রান্ত এক আলোচনাসভায় কেবল অপারেটর্স ফেডারেশন অফ ইন্ডিয়া-র তরফে স্বপন চৌধুরী জানান, সেট টপ বক্স লাগানোর প্রক্রিয়া পুরোদমে চললেও পদ্ধতিগত নানা সমস্যা আছে। তাঁর বক্তব্য, ট্রাই খুব অল্প সময়ের মধ্যে ডিজিটাইজেশন চালু করতে বলেছে। সংশয় আছে, তার মধ্যে সব গ্রাহকের ঘরে সেট টপ বক্স লাগানো যাবে কি না। তবে ফেডারেশনের সদস্যেরা ডিজিটাইজেশনের পক্ষেই রয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন স্বপনবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.