টাকা ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল দুই যুবকের। আহত হয় এক জন। শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জামতলা গ্রামের ঘটনা। নিহতদের নাম আব্দুল হাই গাজি (২৮) এবং ইউসুফ প্রধান (৩০)। প্রথম জনের বাড়ি স্থানীয় চাঁদপুর গ্রামে। দ্বিতীয় জন দক্ষিণ বারাসতের রেল লাইন সংলগ্ন এলাকায় থাকত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামতলার হার্ডওয়্যার সরঞ্জাম ব্যবসায়ী বাদল মণ্ডল এ দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুলতলি শাখা থেকে ১৮ হাজার টাকা তোলেন। টাকা ভর্তি ব্যাগ নিজের সাইকেলে রেখে তিনি কাছেই একটি দোকানে ঢোকেন। সেই সময়ে আব্দুল, ইউসফু এবং তাদের সঙ্গী রাজেন্দ্র চট্টোপাধ্যায় একটি মোটরভ্যানে করে এসে ওই টাকার ব্যাগ নিয়ে পালায় বলে অভিযোগ। তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের ধরে ফেলেন। টাকার ব্যাগটি উদ্ধারের পরে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনকে গুরুতর জখম অবস্থায় জামতলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা আব্দুল এবং ইউসুফকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রাজেন্দ্র।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক মোটরবাইক ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে অশোকনগরের খোশদেলপুর এলাকা থেকে ধৃত ওই যুবকের নাম সোমনাথ দাস। পুলিশ জানায়, ধৃতের বাড়ি বিরাটিতে। তার কাছ থেকে একটি পাইপগান এবং ছিনতাই করা মোটরবাইক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে হাবরার বাসিন্দা সঞ্জয় কর্মকার মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে খোশদেলপুর এলাকায় সোমনাথ তার দুই সঙ্গীকে নিয়ে সঞ্জয়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর মোটরবাইকটি ছিনতাই করে। স্থানীয় লোকজন ধাওয়া করেন সোমনাথকে। চলে আসে টহলরত পুলিশও। সোমনাথ ধরা পড়ে গেলেও তার সঙ্গীরা পালায়।
|
দু’টি ট্রলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ মৎস্যবন্দরে কাছে। পুলিশ জানায়, দুর্ঘটনার জেরে জলে পড়ে যান কয়েক জন। পরে কাকদ্বীপ হাসপাতালে মারা যান হরিপদ দাস (৫৫) নামে এক জন।
|
রেলে পণ্য মাসুল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ স্টেশনে অবরোধ করেন সব্জি ও মাছ বিক্রেতারা। ফলে, ট্রেন চলাচল বিঘ্নিত হয়। মিনিট কুড়ির মধ্যেই অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ।
|
বাড়িতে পাম্প চালিয়ে জল তুলতে গিয়ে মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, শুক্রবার ক্যানিংয়ের উত্তর তালদি গ্রামে ওই দুর্ঘটনায় মৃত সমরেশ মণ্ডল (২৮)। |