|
|
|
|
দাসপুর উপ-নির্বাচনে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
১২ জুন দাসপুর বিধানসভায় উপ নির্বাচন। সুষ্ঠু ভাবে নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ-প্রশাসন। জেলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে খবর, দাসপুরের নির্বাচনের জন্য জেলায় মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। এর মধ্যে ৩ কোম্পানি বিএসএফ। ৩ কোম্পানি সশস্ত্র সীমাবল। আগামী ৮ জুন এই বাহিনী দাসপুরে পৌঁছবে। তার পর তাদের বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পাঠানো হবে।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “নির্বাচন সুষ্ঠু ভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জানা গিয়েছে, নিরাপত্তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হবে। প্রায় এক হাজার পুলিশকর্মী এই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন। তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুতে দাসপুর বিধানসভা আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিপিএমের সমর মুখোপাধ্যায়, তৃণমূলের মমতা ভুঁইয়া, বিজেপির অশোক মাল এবং নির্দল প্রার্থী সমর প্রধান। ভোটার ২ লক্ষ ৪৭ হাজার ৩৮৭ জন। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২১৩টি। সব মিলিয়ে ৩০৩টি বুথ থাকছে। ৮০টি কেন্দ্রে ২টি করে এবং ৫টি কেন্দ্রে ৩টি করে বুথ থাকছে। ১৪৫৬ জন ভোটকর্মী থাকবেন। ভোটের দিন পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়া সীমানা লাগোয়া এলাকায় বাড়তি নজরদারিরও বন্দোবস্ত থাকবে বলে জেলা পুলিশ সূত্রে খবর। |
|
|
|
|
|