শুক্রবারের ফরাসি ওপেনে অঘটন-- মেয়েদের তৃতীয় বাছাই রাদোয়ানস্কার ১-৬, ২-৬ উড়ে যাওয়া তৃতীয় রাউন্ডে কুজনেৎসোভার সামনে। কিন্তু সত্যি অঘটন কি সেটা? এই প্রশ্নের পাশপাশি আরও বড় প্রশ্ন, গ্র্যান্ড স্লামে বাছাই নির্ধারণ নিয়মে কি বদল দরকার? চোখ-কান বন্ধ করে বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী বাছাই তালিকা তৈরি কি সঠিক? নাকি সারফেস বিচারে, সেই সারফেসে প্লেয়ারের অতীত পারফরম্যান্স অনুযায়ী বাছাই তালিকা বানানো ন্যায্য? যেমনটা বছর কয়েক আগেও উইম্বলডনে হত। নাদাল বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর থাকার সময়েও উইম্বলডন-সম্রাট ফেডেরারকে শীর্ষ বাছাই করা হয়েছে। এখন ঐতিহ্যশালী উইম্বলডনও কালের গতিতে গা ভাসিয়েছে। রাদোয়ানস্কারা বছরভর পেশাদার সার্কিটে খেলার সুবাদে বিশ্ব র্যাঙ্কিংয়ে মাঝেমধ্যে অনেক উপরে চলে আসেন। এবং সেই সময় কোনও গ্র্যান্ড স্লাম থাকলে সেখানে দিব্যি বড় বাছাই হয়ে যান। কিন্তু কোর্টে ধরা পড়ে যান। যেমন রোলাঁ গারোর ক্লে কোর্টে এ দিন প্রাক্তন চ্যাম্পিয়ন কিন্তু বর্তমানে অবাছাই কুজনেৎসোভা প্রি- কোয়ার্টারে ওঠার পথে প্রায় ছেলেখেলা করলেন তৃতীয় বাছাই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে।
পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ এবং মেয়েদের শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, দু’জনেই অবশ্য স্ট্রেট সেটে জিতে এগোলেন। জকোভিচ ৬-১, ৬-২, ৬-২ জিতলেন ফরাসি দেভিলদের-এর বিরুদ্ধে। কানাডার ওজনিয়াককে ৬-৪, ৬-৪ হারালেন আজারেঙ্কা। আর এক প্রাক্তন চ্যাম্পিয়ন ইভানোভিচ অবশ্য হেরে গেছেন ইতালির এরানির কাছে ৬-১, ৫-৭, ৩-৬। হটফেভারিট শারাপোভা গত কালের বাতিল দ্বিতীয় রাউন্ড ম্যাচ আজ খেলে অতি সহজে হারালেন জাপানের মোরিতাকে ৬-১, ৬-১। দ্বিতীয় বাছাই আগের দিন মাঝরাত পর্যন্ত ইসনার-ম্যাথু ম্যাচ গড়ানোয় মাঠে নামতে পারেননি। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের চূড়ান্ত সেট ১৪-১৬ হারেন ইসনার। যাঁর ম্যাথুর মতোই আর এক ফরাসি মাহুর সঙ্গে ২০১০ উইম্বলডনে টেনিসের লোকগাথায় ঢুকে পড়া ১১ ঘণ্টা ব্যাপী ম্যাচ খেলার সর্বকালীন রেকর্ড আছে।
সেই ম্যাথু এ দিন ফেডেরারের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে নামার আগে মজা করে বলেছেন, “দশ বার রোলাঁ গারোয় নেমে এ বারই প্রথম তৃতীয় রাউন্ড অবধি এগিয়েছি। কিন্তু পড়ে গেলাম ফেডেরারের সামনে। আমার বউ পর্যন্ত ওর ভক্ত!” আগের তিন বারের সাক্ষাতে ফেডেরারের কাছ থেকে একটিও সেট নিতে না পারা মাহু আজ একটা সেট জিতলেন। কিন্তু ম্যাচ হারলেন ৬-৩, ৪-৬, ৬-২, ৭-৫। চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন পেত্রোভাকে হারিয়ে স্তোসুর, বার্ডিচ-রা। আর ৪৬টা গ্র্যান্ড স্লামের মধ্যে এই প্রথম বার প্রথম রাউন্ডেই সেরেনা উইলিয়ামসকে ছিটকে দেওয়া রাজানো কিন্তু পরের ম্যাচেই হারলেন। গত বার ক্লিস্টার্সকে হারিয়ে নজর কাড়া ডাচ মেয়ে রাস এ বারও হেডলাইনে রাজানোকে হারিয়ে। |