আইপিএলের ভাবমূর্তি বাঁচাতে আসরে নেমে পড়ল ভারতীয় বোর্ড। বিতর্ক আর কেলেঙ্কারি যাতে আইপিএলের ভাবমূর্তিতে ভাঙন না ধরায়, সেটা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য কিছু কঠোর নিয়মবিধি চালু করতে চলেছে বোর্ড। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েই দিচ্ছেন, যে ভাবে আইপিএলের পঞ্চম সংস্করণের সঙ্গে একটার পর একটা বিতর্ক জুড়ে গিয়েছে, তাতে বোর্ড আতঙ্কিত। পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বোর্ড মোটেই বরদাস্ত করবে না। “আমরা কোনও ক্রিকেটারকেই বাঁচাতে যাব না। কেউ যদি অপরাধ করে, তা হলে শাস্তি পাবেই। ফ্র্যাঞ্চাইজিদের আমরা বলব, এ সব ব্যাপারে আরও বেশি সতর্ক হতে। পুলিশ যদি আমাদের কাছে কোনও রিপোর্ট পেশ করে, আর আমরা যদি বুঝি যে সংশ্লিষ্ট ক্রিকেটার অপরাধী, তা হলে বোর্ড নিশ্চয়ই ব্যবস্থা নেবে,” বলেছেন শুক্ল। আইপিএল ফাইভে দর্শক-উন্মাদনা যেমন দেখা গিয়েছে, তেমনই আছড়ে পড়েছে একের পর এক বিতর্ক। শ্লীলতাহানি থেকে শুরু করে টিম মালিক বনাম স্টেডিয়াম কর্তৃপক্ষের ঝামেলা, কোনও কিছুই বাদ যায়নি। আইপিএল চেয়ারম্যান আরও বলেছেন, “আইপিএল ফাইভে আমাদের বেশি নজর ছিল ক্রিকেটের উপর। খেলাটা যাতে ঠিকঠাক হয়, সেটা নিয়েই বেশি ভেবেছি আমরা। আমার মনে হয় আইপিএল ফাইভের সাফল্যের কারণ ভাল ক্রিকেট। যা যা বিতর্ক হয়েছে, সে সবের একটার সঙ্গেও আমরা জড়িত নই।” তা হলে কি লাগাতার বিতর্ক প্রভাব ফেলেছে আইপিএলের ভাবমূর্তিতে? শুক্ল মানছেন না। বলছেন, “মনে হয় না বিতর্ক আইপিএলের উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে। লোকের উৎসাহই সেটা বুঝিয়ে দিয়েছে।”
|
বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে সংবর্ধনা দিতে চায় রাজ্য সরকার। আজ শনিবার চেন্নাইতে পৌঁছচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। থাকবেন সাত দিন। এর মধ্যে কোনও একদিন কলকাতায় এনে আনন্দকে সংবর্ধনা দেওয়ার ইচ্ছে রাজ্য ক্রীড়া দফতরের। শুক্রবার দিব্যেন্দু বড়ুয়ার মাধ্যমে মস্কোতে আনন্দের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। অনুরোধ করেন এক দিন কলকাতায় আসার জন্য। আনন্দ বলে দেন, চেষ্টা করবেন। রবিবার চেন্নাইতে সর্বভারতীয় দাবা ফেডারেশন প্রথম সংবর্ধনা জানাবেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেখানে যাচ্ছেন দিব্যেন্দু। বললেন, “খুবই ব্যস্ত থাকবে আনন্দ। দেখি অনুরোধ করে।” এ দিকে ২ জুলাই ইংলিশ চ্যানেল পেরোতে যাচ্ছেন সাঁতারু শিল্পা চক্রবর্তী। তাঁকে এক লাখ টাকা সাহায্য করছে যুবকল্যাণ দফতর। যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দফতরের বিশেষ তহবিল থেকে সাহায্য দেওয়া হবে।
|
শৌভিক ঘোষ, প্রীতম কোটালের মতো এক ঝাঁক ভারতীয় ফুটবলার দিয়েগো মারাদোনার বর্তমান ক্লাব আল ওয়াসলে ট্রেনিং করার সুযোগ পাচ্ছেন। থাকবেন মারাদোনার ফুটবলারদের নির্দিষ্ট ঘরেই। অনূর্ধ্ব ২২ এশীয় কাপ খেলার প্রস্তুতি নিতে দুবাইতে বেশ ক’দিন অনুশীলন করবেন ভারতীয় ফুটবলাররা। তাঁদের জন্য ট্রেনিং সেন্টার ছেড়ে দিচ্ছে আল ওয়াসল। কথা ছিল, আল ওয়াসল ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে ম্যাচ না হওয়ার সম্ভাবনাই প্রবল।
|
• কলকাতা বিবেক পরিচালিত আমন্ত্রণী কাপ ফুটবল ২-১০ জুন হরিশ পার্কে।
• হরিহর বন্দ্যোপাধ্যায় শুটিং চ্যাম্পিয়নশিপ ১-৩ জুন। নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে। |