সব ঠিক থাকলে এক দিনের ক্রিকেটে ফিরে আসছে ওভার পিছু দুই বাউন্সারের নিয়ম। লর্ডসে আইসিসি-র ক্রিকেট কমিটির গত দু’দিনের বৈঠকে চেয়ারম্যান ক্লাইভ লয়েডের নেতৃত্বে সদস্যরা এমনটাই সুপারিশ করেছেন। এখন শুধু আইসিসি-র বোর্ডের সায় মেলার অপেক্ষা। ২০০১ সালে এক দিনের ক্রিকেটে ওভার পিছু বাউন্সারের সংখ্যা দুই থেকে কমিয়ে এক করা হয়েছিল। আইসিসি ক্রিকেট কমিটি জানিয়েছে, নিয়মটা ফেরানোর পিছনে এক দিনের খেলাকে আরও আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য।
একই সঙ্গে, ‘সুইচ হিট’ এবং ‘রিভার্স সুইপ’ শট দু’টো নিয়ে সব বিতর্কে জল ঢেলে আইসিসি-র ক্রিকেট কমিটি শট দু’টিকে বৈধ বলে মেনে নিয়েছে। এ ব্যাপারে এমসিসি-র পর্যবেক্ষণকে সমর্থন করে আইসিসি ক্রিকেট কমিটির বক্তব্য, এতে বোলারের উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি, শটটাও খুব উত্তেজক। এমসিসি-কে অবশ্য ক্রিকেটার এবং ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
লয়েডদের কমিটি অবশ্য ভি জয়দেবনের তৈরি সীমিত ওভারের ম্যাচে নতুন রানরেট নিয়মের প্রস্তাবে সাড়া দেয়নি। ওভার কমে যাওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে টার্গেট স্কোর নির্ধারণের পরিবর্তে নতুন রানরেট নিয়ম-- ‘ভিজেডি’ চালু করায় আদৌ উৎসাহ নেই কমিটির। সদস্যরা একমত, ডি-এল মেথডে কোনও ফাঁকফোকর নেই।
সঙ্গকারা, মার্ক টেলর, রবি শাস্ত্রী, ইয়ান বিশপ, টিম মে, গ্যারি কার্স্টেন, শরদ পওয়ার, স্টিভ ডেভিস, রঞ্জন মদুগুলে প্রমুখ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি, ক্রিকেট ভাষ্যকার নিয়ে গঠিত কমিটির বৈঠকে ঠিক হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর অন্তর হবে। এই ফর্ম্যাটে ছেলে-মেয়েদের বিশ্বকাপ একসঙ্গে হবে। ২০১৪-র টুর্নামেন্ট থেকে ১৬টি দেশ খেলবে। এ দিকে, এক দিনের আন্তর্জাতিক নিয়ে কমিটি আরও প্রস্তাব-- প্রথম ১০ ওভারের মধ্যে পাওয়ার-প্লে সীমাবদ্ধ রাখা ছাড়াও ৪০ ওভারের মধ্যে আরও একটা ৫ ওভারের পাওয়ার-প্লে চালু করা হোক এবং পাওয়ার-প্লে যখন থাকবে না, তখনও ৩০ গজের বাইরে মাত্র চার জন ফিল্ডার থাকুক।
আর্থিক এবং প্রযুক্তিগত সুবিধে থাকলে ডিআরএস সমস্ত টেস্ট আর ওয়ান ডে সিরিজেই চালু করার পক্ষে কমিটি। টেস্টে ওভার রেটের উন্নতির স্বার্থে একমাত্র নির্ধারিত জলপানের বিরতি ছাড়া মাঠের ভেতর আর কোনও সময় জল নিয়ে ঢোকা যাবে না এবং রেফারেল-এর সময় মাঠের ভেতর ক্রিকেটারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যাতে টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু করা যায় বলেও প্রস্তাব দিয়েছে কমিটি। |