টুকরো খবর
পঞ্চায়েত প্রধানকে মারধর
মাসিক সাধারণ সভা চলাকালীন ভাঙড়-১ ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতে ঢুকে দলীয় প্রধানকে মারধরের অভিযোগ উঠল সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের বিনয় ঘোষের বিরুদ্ধে। শুক্রবার দুপুরের প্রধান মোজাম মোল্লা এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। বিনয়বাবু অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরেই নানা বিষয়কে কেন্দ্র করে বিনয়বাবুর সঙ্গে বিবাদ চলছিল মোজাম মোল্লার। এ দিন দু’তিন জনকে নিয়ে পঞ্চায়েতে ঢুকে পড়েন বিনয়বাবু। প্রধান বলেন, “সভা চলাকালীন বিনয়বাবু অফিসে ঢুকে পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা নিয়ে নানা কটূক্তি করতে থাকেন। তাঁকে আমি ঘর থেকে বেরিয়ে যেতে বলি। তখনই উনি লোকজন নিয়ে আমার উপরে চড়াও হন।” অভিযোগ উড়িয়ে দিয়ে বিনয়বাবুর দাবি, “ওই পঞ্চায়েতে ১০০ দিনের কাজের প্রকল্প রূপায়ণে নানা অস্বচ্ছতা রয়েছে। আমি সে সবেরই প্রতিবাদ করতে যাই। প্রধানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ঠিকই। কিন্তু তাঁকে মারধরের অভিযোগ মিথ্যা।” পঞ্চায়েতের ১০০ দিনের কাজে কোনও অস্বচ্ছতার কথা মানতে চাননি প্রধান।

হাওড়ায় বিক্ষোভের মুখে ডিসি
আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাদেরই বিক্ষোভের মুখে পড়লেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার অখিলেশ চতুর্বেদী। শুক্রবার বিকেলে, মালিপাঁচঘরা থানা এলাকায়। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার একটি অভিযোগ দায়ের হয়। বিক্ষোভকারীরাও অখিলেশবাবুর বিরুদ্ধে মালিপাঁচঘরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অখিলেশবাবু জিটি রোডে জয়সোয়াল মোড়ে এসে দাঁড় করিয়ে রাখা কয়েকটি ট্রাক নিয়ে খোঁজ নেন। তিনি জানতে পারেন সেগুলি সবই শহরে ট্রাক ঢোকার নির্ধারিত সময় বেলা ১২টার পরে ঢুকেছে। এর পরেই তিনি ওই ট্রাকগুলির কাগজপত্র নেওয়ার নির্দেশ দিলে ট্রাকচালকেরা পুলিশকর্মীদের মারধর করেন বলে অভিযোগ।

পঞ্চায়েতকে অ্যাম্বুল্যান্স
নিজস্ব চিত্র।
হুগলির সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় মগরা থানা এবং বাঁশবেড়িয়া পুরসভাকে একটি করে শববাহী গাড়ি দেওয়া হল। গোস্বামী-মালিপাড়া পঞ্চায়েতকে ওই অ্যাম্বুল্যান্সটি দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া পুরসভা সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে ওই গাড়িগুলির চাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতবাবু, তপনবাবু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন, পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান বাউড়িয়ায়
রবীন্দ্রজন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বাউড়িয়ায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। স্থানীয় পূর্ব বুড়িখালি ও বেউলখালি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার পুরপ্রধান দেবদাস ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে রবীন্দ্র-নৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

পরীক্ষামূলক ভাবে চালানো হল ট্রেন
ছবি: মোহন দাস।
শুক্রবার ন’বগির যাত্রীবাহী একটি ট্রেন প্রথম বার পরীক্ষামূলক ভাবে চালানো হল তারকেশ্বরের তালপুকুর থেকে আরামবাগ পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথে। আগামী ৪ জুন এই রেলপথের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলপথের পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন আরামবাগে আসেন রেলওয়ে সেফটি বোর্ডের চিফ কমিশনার আরপি যাদব। ট্রেনটির পিছনেই ট্রলিতে ছিলেন তিনি। পথটি যাত্রীবাহী ট্রেন চালানোর উপযুক্ত হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে চিফ কমিশনার জানান, দ্রুত গতিতে ট্রেন চালানোর পরেই তা বলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.