চলতি বছর জানুয়ারিতে গঢ়বার বারিগনোয়া জঙ্গলে ১৩ জন পুলিশকে হত্যার ঘটনায় জড়িত মাওবাদী নেতা কমলেশ ওরফে ইন্দ্রজিৎ যাদবকে কাল গ্রেফতার করেছে পুলিশ। গঢ়বার পুলিশ সুপার মাইকেল এস রাজ আজ জানান, কমলেশের কাছ থেকে মিলেছে একটি ৯ এমএম পিস্তল। এই পিস্তলটি গত ২১ জানুয়ারি পুলিশ অফিসার রাজবলি চৌধুরীকে হত্যা করে কেড়ে নিয়ে গিয়েছিল মাওবাদী হামলাকারীরা। এসপি দাবি করেন, গঢ়বা এবং লাতেহার জেলায় গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে দু’টি বড়সড় জঙ্গি হামলায় মারা যান অন্তত ২১ জন পুলিশকর্মী। দু’টি ঘটনাতেই জড়িত ছিল মাওবাদী ‘ফায়ারিং স্কোয়াড’ সদস্য কমলেশ। পুলিশ জানায়, সিপিআই (মাওবাদী) সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা কমলেশকে অনেক দিন ধরেই ধরার চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর মেলে, কমলেশ রঙ্কা থানার অধীন দামারন এলাকায় রয়েছে। এর পরই ফাঁদ পেতে পুলিশ কাল তাকে জালে তোলে। কমলেশকে নিয়ে এই নিয়ে পাঁচজন মাওবাদী নেতাকে পুলিশ ধরল যাদের সকলেই লাতেহার ও গঢ়বার ওই দু’টি বড় হামলার ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত। অন্য চারজনকে ধরা হয় ২৯ ফেব্রুয়ারি। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর লাতেহারে মাওবাদীরা হামলা চালায় রাজ্যের প্রাক্তন স্পিকার ইন্দর সিংহ নামধারীর কনভয়ে। নামধারী বেঁচে গেলেও ওই আক্রমণে প্রাণ যায় ১০ পুলিশের। তার পর ২১ জুন গঢ়বার বারিগনোয়া জঙ্গলে মাওবাদী ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হন ১৩ জন পুলিশ কর্মী। |