ফের হিংসার হুমকি দিল রঞ্জনপন্থী এনডিএফবি। ই মেল করে জানিয়ে দেওয়া হল, নিরীহ বড়োদের ‘ভুয়ো সংঘর্ষে’ মারা হলে তার বদলা নেওয়া হবে। একজন বড়ো মারা গেলে তার বদলে হত্যা করা হবে ২০ জন ভারতীয়কে।
কারাবন্দি বড়ো জঙ্গি নেতা রঞ্জন দইমারি যখন কেন্দ্রীয় মধ্যস্থতাকারী পি সি হালদারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে কথা বলছেন, তখনই অসম-অরুণাচল ও অসম-ভুটান সীমান্তে আত্মগোপন করা তার সঙ্গীরা তোলাবাজি, হত্যা, অপহরণ চালিয়ে যাচ্ছে পুরো দমে। এবং তার সঙ্গে আবার নির্বিচার হত্যাকাণ্ড চালানোর হুমকিও।
এর আগে ২০১০ সালের নভেম্বর মাসে, একজন বড়ো মারা গেলে, ২০ জন ভারতীয়কে হত্যা করে ‘বদলা’ নেওয়ার হুমকি দিয়েছিল এনডিএফবি। সেই হুমকি যে ফাঁকা আওয়াজ ছিল না তা বোঝা যায় কিছুদিন পরেই। ২২ জন নিরীহকে হত্যা করে ‘বদলা’ নিয়েছিল বড়ো জঙ্গিরা। তার পর গত কাল আবার প্রায় একই সুরে এক ই-মেল বার্তা রঞ্জন গোষ্ঠীর। সংগঠনের সহকারী প্রচার সচিব বি সামিজিং মেল করে বলেন, “১=২০ আমাদের স্থায়ী নীতি। নিরীহ বড়ো বা আমাদের সৈন্যদের, ভুয়ো সংঘর্ষে হত্যা করলে, তার মাসুল চোকাতে হবে ভারতীয়দের।”
কামরূপের বকো এলাকায় সেনাবাহিনীর হাতে সিমুল বড়ো নামে এক জঙ্গির মৃত্যু ঘটেছে। এনডিএফবির দাবি, ওই যুবক, মোটেই এনডিএফবি সংগঠনের সদস্য ছিল না। ওটি সাজানো ঘটনা। এমন ঘটনা ফের ঘটলে, বাধ্য হয়েই, এনডিএফবি আসাম পুলিশ, নিরাপত্তাবাহিনীর উপরে হামলা চালিয়ে প্রতিশোধ নেবে। |