উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে তৃণমূলের বিধায়কের সংখ্যা বাড়ল। গৌহাটি হাইকোর্টের রায়ে শুক্রবার অরুণাচলের আলং (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুতের পাডুকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, কেন্দ্রের ইউপিএ সরকারের শরিক কংগ্রেসের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে মামলা করেছিল তৃণমূল। আদালতের রায়ে বিধায়ক পদ খোয়াতে হয়েছে অরুণাচলের কংগ্রেস নেতা গাদাম ইতে’কে। অরুণাচলে কংগ্রেস এবং তৃণমূল অবশ্য জোট গড়ে লড়েনি। জয়ী বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুকুল রায় বলেন, “আলং (পশ্চিম) কেন্দ্রে ডুটারকে কারচুপি করে হারানো হয়েছে বলে আদালতে মামলা করা হয়েছিল। আদালত এ দিন দুতেরকে জয়ী বলে ঘোষণা করেছে। ফলে অরুণাচলে আমাদের বিধায়কের সংখ্যা ৫ থেকে বেড়ে ৬ হল।” অরুণাচলে ২০০৯ সালে ভোটে জয়ী হন গাদাম। কিন্তু গাদামের বিরুদ্ধে কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হন পাডু। আড়াই বছর মামলা চলার পরে এ দিন গৌহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চের বিচারপতি আই এ আনসারি ৬৯ পাতার রায়ে ঘোষণা করেন, গাদাম পোস্টাল ব্যালটে কারচুপি করে জিতেছিলেন। তার ফলে গাদামের বিধায়ক পদ অবৈধ হিসাবে গণ্য হবে। রায়ের প্রতিলিপি বিধানসভার স্পিকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে এ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। |