প্রচার শেষ আজ। তার আগে, বৃহস্পতিবার বিকেল থেকে কার্যত প্রচারের শেষ পর্বটা আপাদমস্তক কাজে লাগাল ত্রিমুখী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া কংগ্রেস, তৃণমূল এবং বাম প্রার্থীরা। বুধবারের সুবিশাল মিছিল করেছিল কংগ্রেস। দীপা দাসমুন্সি এবং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহকে সামনে রেখে বেশ কয়েক হাজার দলীয় কর্মীর পাশাপাশি মিছিলে ছিলেন স্থানীয় মানুষও। এ দিনও কুপার্সের বারোটি ওয়ার্ডেই মিছিল করেন কংগ্রেস প্রার্থীরা। বিকেলে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও প্রচারে দেখা গিয়েছে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের। দীপা দাসমুন্সি বা অধীর চৌধুরীর মতো হেভিওয়েটরা এ দিন না থাকলেও গত এক মাস ধরে কুপার্সে হত্যে দিয়ে পড়ে থাকা জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ এ দিনও ছিলেন কুপার্সের প্রতিটি ওয়ার্ডে। |
কুপার্সে বুধবার কংগ্রেসের মিছিলে দীপা দাসমুন্সি ও শঙ্কর সিংহ। নিজস্ব চিত্র। |
বিকেলে তৃণমূলের নির্বাচনী প্রচারে এসেছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ছিলেন স্থানীয় সাংসদ তাপস পালও। পিছিয়ে পড়া কুপার্সের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পার্থবাবু সেখানে টেক্সটাইল-হাব গড়ান কথা ঘোষণা করেন। সুব্রতবাবু বলেন, “কুপার্সে একটি হাসপাতাল গড়ার দায়িত্ব আমার উপরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ কাজ শেষ করতে না পারলে রাজনীতিই ছেড়ে দেব।” সেই সঙ্গে ‘টাকা ছড়িয়ে’ কংগ্রেসের ভোট কেনার অভিযোগ করেছেন তিনি। তাঁর পরামর্শ, “টাকাটা নিয়ে নিন। কিন্তু ভোট দেবেন তৃণমূল প্রার্থীকেই।” দিনভর বিভিন্ন ওয়ার্ডে প্রচারে ছিলেন বামফ্রন্টের জেলা নেত্ৃত্বও। |