টুকরো খবর
পড়ার ইচ্ছেতেই বাজিমাত তনয়ের
সেরিব্রাল পলিসিতে আক্রান্ত তনয়। হাঁটা-চলা করতে পারে না। জড়িয়ে যায় কথাও। অসাড় হাতের আঙুলগুলো। তবে ইচ্ছের কাছে হার মেনেছে সব প্রতিবন্ধকতা। তনয় দাস এ বছর জঙ্গিপুর হাইস্কুল থেকে ৪২০ পেয়ে মাধ্যমিক
তনয় দাস। নিজস্ব চিত্র।
পাশ করেছে। তনয়ের ভাল ফলে উচ্ছ্বসিত বাবা-মা থেকে স্কুলের সকলে। জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি লাগোয়া বাড়ি থেকে রোজ মায়ের সঙ্গেই স্কুলে যায় তনয়। অস্পষ্ট উচ্চারণে তনয় জানায়, স্রেফ চোখে দেখেই পড়েছে। নবম শ্রেণির এক ছাত্রকে ‘রাইটর’ হিসাবে নিয়ে পরীক্ষা দিয়েছিল তনয়। প্রধান শিক্ষক ফারহাদ আলি বলেন, “তনয়ের ফলে আমরা গর্বিত। ও অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করেছে। বাড়ির অবস্থাও খারাপ। ওর জন্য আমরা স্কুলে বিশেষ ব্যবস্থাও করেছিলাম। প্রতি বছর স্কুলের পরীক্ষায় ওকে রাইটর নিতে হয়েছে। সব রকম সাহায্য করেছেন শিক্ষকেরাও। তবে ওর পড়ার ইচ্ছেটাই সব থেকে বড়। আমরা সবাই ওর পাশে আছি।” তনয়ের বাবা অজয় দাসের স্থায়ী কোনও রোজগার নেই। তার উপরে তনয়ের চিকিৎসার খরচও কম নয়। অভাব-অনটনে কোনও রকমে চলে যায় তিন জনের সংসার। তবে ভাল ফল করার পরে ছেলের ভবিষ্যতের চিন্তায় এখন ঘুম ছুটেছে তাঁর। তিনি বলেন, “ও নিজের পায়ে দাঁড়াক। আর কিচ্ছু চাই না। আমাদের তো ওর জন্য কিছু করার সামর্থ্য নেই।” সিদ্ধান্ত নিয়েছেন, তনয়কে জঙ্গিপুর হাইস্কুলেই ভোকেশনাল ট্রেনিংয়ে ভর্তি করিয়ে দেবেন এর পরে। বললেন, “কম্পিউটার শিখে যদি জীবনে কিছু একটা করতে পারে।”

হেরোইন-সহ গ্রেফতার দুই
হেরোইন ও জাল নোট-সহ বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তিকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। পরে বিএসএফ কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম তারিকুল ইসলাম। বাড়ি লালগোলার রামনগরে। তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন ও ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জাল নোট ও মাদক বাংলাদেশে পাচারের সময়ে ওই ব্যক্তিকে রামনমগর বর্ডার আউট পোস্ট থেকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী। ধৃতের কাছ থেকে ৯০টি ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়েছে।” এ দিনই লালগোলার শিসারমজানপুর থেকে ৩০০ গ্রাম হেরোইন-সহ ওবাইদুল্লা নামে এক হেরোইন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার বলেন, “মাদক ও হেরোইন তৈরির ১৮ কেজি উপকরণ-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”

ডুবে মৃত্যু দুই বোনের
পুকুরে ডুবে মারা গেল দুই বোন। নাম রিমা খাতুন (৪) ও মিম্মা খাতুন (১১)। তাদের বাড়ি নবগ্রাম থানার খোজারডাঙা গ্রামে। তাদের বাবা রেজাউল শেখ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ি লাগোয়া পুকুরের জলে মিম্মা স্নান করতে নামে। তাকে দেখে রিমাও পুকুরে নেমে পড়ে। বোন ডুবে যাচ্ছে দেখে মিম্মা উদ্ধার করারও চেষ্টা করে। কিন্তু দু’জনেই জলে ডুবে মারা যায়। পুকুর থেকে দেহ দু’টি উদ্ধার করা হয়।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রতন ঘোষ (২৩) নামে এক যুবকের। বাড়ি বড়ঞার পাঁচথুপি গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কীটনাশক খান তিনি। পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন রতনবাবু। তবে আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নদীতে নিখোঁজ
ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন অনিমেষ ঘোষ নামে এক ব্যক্তি। বাড়ি শান্তিপুরের ফুলিয়া বুঁইচাপাড়ায়। বুধবার শান্তিপুরের বয়রাপাড়াঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেল ও গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটর সাইকেল চালকের। মৃতের নাম সুদেব সরকার (৫০)। বাড়ি রঘুনাথগঞ্জের ব্রাক্ষ্মনটুলি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে রঘুনাথগঞ্জ শহর লাগোয়া খড়খড়ি সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। এ দিন উমরপুর থেকে বাড়ি ফেরার সময় উল্টোদিক থেকে আসা গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে সুবোধবাবুর। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই সেখানে মারা যান তিনি।

ছাত্রের দেহ উদ্ধার
নিখোঁজ ছাত্রের দেহ মিলল গঙ্গা থেকে। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপে গঙ্গায় দীপ মালাকার (৮) নামে ওই বালকের দেহ পাওয়া গিয়েছে। তার বাড়ি নবদ্বীপের দণ্ডপানিতলায়। দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। বুধবার তলিয়ে যায় দীপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.