টুকরো খবর
মাধ্যমিকে সফল নন্দীগ্রামের বন্দি
নন্দীগ্রামে জমি-রক্ষার আন্দোলনের সূত্রে গ্রেফতার হয়েছিলেন। জামিন মেলেনি। সাড়ে চার বছর ধরেই বন্দি গোকুলনগরের গৌরহরি মণ্ডল। আলিপুর জেল থেকেই এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বছর চব্বিশের এই তরুণ। সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। মুক্তজীবনে ফেরার আশায় জামিনের দরখাস্তও করেছেন আলিপুর আদালতে। ২০০৭-এর ১০ নভেম্বর, সিপিএমের সেই নন্দীগ্রাম ‘পুনর্দখল’-পর্বে তাড়া খেয়ে রাধেশ্যাম গিরি আর প্রকাশ মুনিয়ানের সঙ্গে গৌরহরি নদী পেরিয়ে পৌঁছেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। সেখানেই ধরা পড়েন। বাম-আমলে পুলিশ তাঁদের রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত করে। সেই সময় নন্দীগ্রামে জমি-রক্ষা আন্দোলনের নেতৃত্বে থাকা তৃণমূল এখন রাজ্যে ক্ষমতায়। নতুন সরকার অবশ্য গৌরহরিদের ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দিতে চায়নি। গত বছর নভেম্বরে আলিপুর আদালতে রাজনৈতিক বন্দির মর্যাদা সংক্রান্ত এক আবেদনের শুনানির সময়ে সরকারি আইনজীবী নন্দীগ্রামের এই তিন বন্দিকে ‘সন্ত্রাসবাদী’ বলেও চিহ্নিত করেন। গত ৪ মে কলকাতা হাইকোর্ট অবশ্য তাঁদের ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দিয়েছে। মে মাসের শেষ সপ্তাহটাও ফের এক চিলতে আলো নিয়ে এসেছে গারদের ও-পারে। গৌরহরির সাফল্যের আলো।

ধর্ষণের অভিযোগ, ধৃত সিপিএম কর্মী
প্রতিবেশী বধূকে ধর্ষণের অভিযোগে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অজয় পালের বাড়ি পটাশপুরের তালাডিহা-বাটিটাকী গ্রামে। বৃহস্পতিবার বছর পঁয়তাল্লিশের বিবাহিত ওই ব্যক্তিকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূর স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। শাশুড়ি ও দেড় বছরের সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন ওই বধূ। অভিযোগ, সোমবার রাতে বাড়ির ভিতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন অজয়। চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন শাশুড়ি। রাতেই ওই বধূকে পটাশপুর-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে পাঠানো হয় এগরা মহকুমা হাসপাতালে। এই খবর জানাজানি হতে মঙ্গলবার বিকেল থেকে অজয়কে আটকে রাখেন গ্রামবাসী। ইতিমধ্যে ওই বধূর স্বামী কলকাতা থেকে এসে পৌঁছন। বুধবার থানায় অভিযোগ হয়। এরপর পুলিশের হাতে অজয়কে তুলে দেন গ্রামবাসী।

পাট্টা বিলি
খেজুরি গ্রাম পঞ্চায়েতের ১৪ জন ভূমিহীন দম্পতিকে ‘নিজ ভূমি, নিজ গৃহ’ প্রকল্পের প্রথম পর্যায়ে জমির পাট্টা বিতরণ করা হল বৃহস্পতিবার। জনকায় খেজুরি ২ ব্লক অফিসের সভাগৃহে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পাট্টাটি দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা। উপস্থিত ছিলেন জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত প্রমুখ। জেলাশাসক জানান, প্রথম পর্যায়ে পরিবার পিছু ৫ শতক করে জমি দেওয়া হল। ব্লকের বাকি ৪টি পঞ্চায়েতেও একই ভাবে ভূমিহীন দম্পতিদের জমি দেওয়া হবে। প্রাথমিক ভাবে খাস জমি পাওয়া না গেলে জমি কিনে বিলি করা হবে। কাঁথি ৩ ব্লকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীর উপস্থিতিতে এই একই প্রকল্পে ১৯ জন দম্পতিকে ৫ শতক করে জমির পাট্টা বিতরণ করা হয়।

বধূ নির্যাতনে ধৃত স্বামীর জেল হেফাজত
বধূ নির্যাতন ও দ্বিতীয় বিবাহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রশান্ত মাইতির বাড়ি এগরার উর্ধ্ববপুর গ্রামে। স্ত্রী মধুমিতাদেবীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার প্রশান্তকে কাঁথি এসিজেএম আদালতে তুললে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যবসায়ী প্রশান্তের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল মধুমিতার। দম্পতির এক সন্তানও রয়েছে।

অস্ত্র উদ্ধারের দাবি
বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের সোনামুখি জঙ্গলে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও মাইন উদ্ধারের দাবি করল সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়ন। সিআরপি সূত্রের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একনলা বন্দুক, একটি পাইপ গান, ৩০ রাউন্ড তাজা কার্তুজ, দু’টি ক্যান-মাইন, ১৫টি চ্যালেঞ্জার-মাইন, ৫টি ডিটোনেটার, ৩০কেজি বিস্ফোরক, ৯টি সকেট-বোমা এবং বেশ কিছু মাওবাদী পুস্তিকা ও নথিপত্র উদ্ধার হয়েছে। ক্যান-মাইন দু’টি জঙ্গলেই ‘নিষ্ক্রিয়’ করা হয়। সিআরপি’র দাবি, মাওবাদীরা জঙ্গলের এক জায়গায় ঝোপঝাড়ের আড়ালে মাটিচাপা দিয়ে মাইন ও অস্ত্রগুলি লুকিয়ে রেখেছিল।

ধৃতের জেল হেফাজত
বধূ নির্যাতন ও দ্বিতীয় বিবাহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রশান্ত মাইতির বাড়ি এগরা থানা এলাকার উর্ধ্ববপুর গ্রামে। স্ত্রী মধুমিতাদেবীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার প্রশান্তকে কাঁথি এসিজেএম আদালতে তুললে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পেশায় ব্যবসায়ী প্রশান্তের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল মধুমিতার। দম্পতির এক সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই মধুমিতাদেবীর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন প্রশান্ত। দ্বিতীয় বিয়ের পর নির্যাতনের মাত্রা বাড়ে।

অস্ত্র উদ্ধারের দাবি
বৃহস্পতিবার ঝাড়গ্রামের সোনামুখি জঙ্গল থেকে অস্ত্র ও মাইন উদ্ধারের দাবি করল সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়ন। দাবি, পাইপ গান, ৩০ রাউন্ড তাজা কার্তুজ, দু’টি ক্যান-মাইন-সহ আরও অস্ত্র মেলে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
মিউজিক সিস্টেম ঠিক করতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রতন পাল (৩১)। বাড়ি কাঁথি দেশপ্রাণ ব্লকের জামুয়া গ্রামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.