সহজ জয় নাদালের, জিতলেন লিয়েন্ডাররা
ছিটকে গিয়ে অলিম্পিকে অনিশ্চিত ভূপতি, বোপান্না
হজ জয়ে রাফায়েল নাদালের তৃতীয় রাউন্ডে ওঠা, অ্যান্ডি মারের কোমরের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লড়াই, জো-উইলফ্রেড সঙ্গার চার সেটে জয়। আর এরই মধ্যে রোলাঁ গারোকে হতবাক করে প্রথম রাউন্ডেই মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটির অপ্রত্যাশিত ছিটকে যাওয়া। বৃহস্পতিবার যা ফরাসি ওপেনের সবথেকে বড় অঘটন হয়ে থাকার পাশাপাশি অলিম্পিকের রাস্তা অসম্ভব কঠিন করে দিল মহেশ ও রোহনের জন্য।
ডাবলসে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ভূপতি-বোপান্নার সামনে প্রথম রাউন্ডে পড়েছিল ফরাসি জুটি মার্ক গিকেল-এদুয়ার্দো রজার ভ্যাসেলিন। ম্যাচের শুরুটাও প্রত্যাশিত গতেই হয়েছিল যখন অবাছাই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম সেট হাসতে হাসতে ৬-১ জিতে নেন ভূপতি-বোপান্না। কিন্তু দুর্দান্ত ভাবে লড়াইয়ে ফিরে পরের দুটো সেট ফরাসি জুটি জিতে নেয় ৭-৫, ৬-৩। এক ঘণ্টা পঁয়ত্রিশ মিনিটের লড়াইয়ে পর্যুদস্ত দুই ভারতীয়ের স্বপ্নভঙ্গটা শুধুমাত্র ফরাসি ওপেন থেকে ছিটকে যাওয়ায় সীমাবদ্ধ রইল না। বৃহত্তর প্রশ্ন তুলে দিল মহেশ ভূপতি ও রোহন বোপান্নার অলিম্পিকে নামা নিয়ে।
আসন্ন লন্ডন অলিম্পিকের ডাবলসে নামার সরাসরি যোগ্যতা পেতে আগামী ১১ জুনের মধ্যে র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দশে থাকতে হবে। অপাতত র্যাঙ্কিংয়ে ১৩ নম্বর মহেশ এবং ১২ নম্বর রোহন। এ দিকে, বিশ্বের সাত নম্বর লিয়েন্ডার পেজের অলিম্পিকে নামা মোটামুটি নিশ্চিত। যিনি এ দিন অস্ট্রিয়ার আলেক্সান্ডার পেয়ার সঙ্গে জুটি বেঁধে ৬-১, ৬-৭, ৬-৩ হারালেন ইতালীয় জুটি সিমোন বোলেল্লি ও ফাবিও ফগনিনিকে। অলিম্পিকের নিয়ম অনুযায়ী সেরা দশে থাকা প্লেয়ার ডাবলসে নিজের পার্টনার বেছে নেওয়ার সুযোগ পান। সে ক্ষেত্রে লিয়েন্ডার মহেশ বা রোহনের মধে যাকেই বেছে নিন, অন্য জন অলিম্পিকে হয়তো খেলতেই পারবেন না। যদি না সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন অলিম্পিকে দু’টি ডাবলস দল নামানোর সিদ্ধান্ত নেয়। এ দিকে, ফরাসি ওপেনের ডাবলসে অপ্রত্যাশিত হারার পরে সানিয়া মির্জা আজ বলেছেন, “আমার মনে হয় ওয়াইল্ড কার্ড আমার প্রাপ্য। আমি যথেষ্ট ভাল খেলছি।”
নাদাল এ দিন সুজান লেঙ্গলেন কোর্টে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের চ্যালেঞ্জ ঝেড়ে ফেললেন ৬-২, ৬-২, ৬-০। অন্য দিকে, তীব্র কোমরের যন্ত্রণায় কাতরাতে থাকা চতুর্থ বাছাই অ্যান্ডি মারে আজ ফিনল্যান্ডের জার্কো নেমিনেনকে ১-৬, ৬-৪, ৬-১, ৬-২, হারানোর পথে তিন বার কোর্টে চিকিৎসক ডেকে শুশ্রূষা করাতে বাধ্য হলেন। ফরাসিদের ঘরের ছেলে জো-উইলফ্রেড সঙ্গা জার্মান সেড্রিক মার্সেল স্টেবকে হারালেন ৬-২, ৪-৬, ৬-২, ৬-১। মেয়েদের সিঙ্গলসে কোনও রকম উল্লেখযোগ্য অঘটন ছাড়াই তৃতীয় রাউন্ডে গেলেন ক্যারোলিন ওজনিয়াকি, না লি, পেত্রা কিভিতোভা, ফান্সেস্কা শিয়াভোনেরা।

বিস্তারিত ফলাফল




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.