ইউরো কাপের আগে বিশাল ধাক্কা ইংল্যান্ডে। প্র্যাক্টিসে উরুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসির ফাইনালের অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দিন দুই আগে গারেথ ব্যারি ছিটকে গেছেন। কোচ রয় হজসন বললেন, “বিশাল ধাক্কা আমাদের। ডাক্তার নিশ্চিত হতে পারছিলেন না, ও গ্রুপ ম্যাচে খেলতে পারবে কি না। তাই বাদ দিতেই হল। দারুণ ফর্মে থাকা ফ্র্যাঙ্কের জন্য আমার খুব খারাপ লাগছে।” ল্যাম্পার্ডের বদলে
|
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। |
লিভারপুলের জর্ডন হেন্ডারসেনকে নেওয়া হচ্ছে দলে।
এ দিকে ইউরো কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সহজেই জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স নেদারল্যান্ডস।
সুইজারল্যান্ডের বার্নে স্পেন ৪-১ হারাল দক্ষিণ কোরিয়াকে। কোচ দেল বস্কির স্বস্তির নিঃশ্বাস ফিরেছে তোরেস গোলের মধ্যে ফেরায়। অন্য ম্যাচে নেদারল্যান্ডসও রটারড্যামে প্রায় বিনা বাধায় ২-০ জিতল স্লোভাকিয়ার বিরুদ্ধে। জয়ের আনন্দ অবশ্য ফিকে হতে পারে ডাচ কোচ বার্ট ফান মারউইকের। এই ম্যাচে গুরুতর চোট পেলেন দলের দুই অভিজ্ঞ ফুটবলারমিডিও ওয়েসলি স্নাইডার এবং স্টপার উইলফ্রেড বোউমা।
দাভিদ ভিয়া ছিটকে যাওয়ায় স্পেনের কোচ দেল বস্কির প্রথম চিন্তা ফরোয়ার্ডদের নিয়ে। এ দিন তিনি কিছুটা আশ্বাস পেলেন দুই ফরোয়ার্ড তোরেস, নেগ্রেদোর গোলে। স্পেনের বাকি গোলগুলি করেন জাবি আলোন্সো, সান্তি কাজোরলা। |
ইউরো কাপে কাদের দেখবেন
ইউরোপের সেরা টুর্নামেন্ট শুরু ৮ জুন থেকে। পোল্যান্ড ও ইউক্রেনে। মেসি, নেইমার,
তেভেজ,
রোবিনহোদের বাদ দিলে বিশ্বের অধিকাংশ তারকাই নামবেন সেরা হওয়ার লড়াইয়ে। |
গ্রুপ এ |
রাশিয়া
আর্শাভিন (আর্সেনাল) পাভলুচেঙ্কো (লোকোমোটিভ), সেমসভ (ডায়নামো)
চেক প্রজাতন্ত্র
চেক (চেলসি), বারোস (গালাতাসারে), রসিস্কি (আর্সেনাল)
পোল্যান্ড
সেজেসনি (আর্সেনাল), লিওয়ানদোস্কি (বোরুসিয়া ডর্টমুন্ড) ব্লাৎসসিজনোস্কি (বোরুসিয়া ডর্টমুন্ড)
গ্রিস
গেকাস (সামসুনস্পোর), সামারাস (সেল্টিক), নিনিস (পানাথিনাইকোস)
|
|
গ্রুপ বি |
নেদারল্যান্ডস
ফান পার্সি (আর্সেনাল), রবেন (বায়ার্ন মিউনিখ), স্নাইডার (ইন্টার মিলান)
জার্মানি
মেসুট ওজিল (রিয়াল মাদ্রিদ), মারিও গোমেজ (বায়ার্ন মিউনিখ), সোয়াইনস্টাইগার (বায়ার্ন মিউনিখ)।
পর্তুগাল
রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), নানি (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), পেপে (রিয়াল মাদ্রিদ)।
ডেনমার্ক
অ্যাগের (লিভারপুল), এরিকসেন (আয়াখস), বেন্ডটনার (আর্সেনাল)। |
|
গ্রুপ সি |
স্পেন
ইনিয়েস্তা (বার্সেলোনা), জাভি (বার্সেলোনা), তোরেস (চেলসি)
ইতালি
বালোতেলি (ম্যাঞ্চেস্টার সিটি), পির্লো (জুভেন্তাস), বুঁফো (জুভেন্তাস)
আয়ার্ল্যান্ড
রবি কিন (লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সি), ডামিয়েন ডাফ (ফুলহ্যাম), জন ওশিয়া (স্যান্ডারল্যান্ড)।
ক্রোয়েশিয়া
মদরিচ (টটেনহ্যাম), ওলিচ (বায়ার্ন), জেলাভিচ (এভার্টন)। |
|
গ্রুপ ডি |
ইংল্যান্ড
রুনি (ম্যাঞ্চেস্টার), জেরার (লিভারপুল), টেরি(চেলসি)।
ফ্রান্স
রিবেরি (বায়ার্ন), বেঞ্জিমা (রিয়াল মাদ্রিদ), নাসরি (ম্যাঞ্চেস্টার সিটি)
ইউক্রেন
শেভচেঙ্কো (ডায়নামো কিয়েভ), তিমোসচুক (বায়ার্ন), কোনোপ্লায়াঙ্কা (নিদ্রো)।
সুইডেন
ইব্রাহিমোভিচ (মিলান), স্বেনসন (এলফসবর্গ), কার্লস্টম (লিঁও)
|
|
|
স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের প্রথম গোলটি আত্মঘাতী। দু’নম্বরটি করেন রাফায়েল ফান ডার ভার্ট। কিন্তু এ দিনই গোড়ালিতে চোট পান বিশ্বকাপে তাদের এক নম্বর স্নাইডার। আর ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন বোউমা। স্নাইডার চোট পাওয়ার পর অল্প চিকিৎসা করে ফের মাঠে নেমে পড়েন। কিন্তু কিছুক্ষণ পরেই ফের গোড়ালি ধরে বসে পড়েন। ডাগ-আউটে বসা কোচকে ইঙ্গিত দেন তাঁকে তুলে নেওয়ার জন্য। ডাচ কোচও আর ঝুঁকি নেননি। |