পরিকল্পনা ভবনে লিফট বিকল, দুর্ভোগ |
প্রায় দু’সপ্তাহ ধরে লিফট বিকল হয়ে রয়েছে। অথচ হঁশ নেই জেলা পরিষদের। সমস্যায় পড়ছেন কাজ হাতে নিয়ে আসা সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্করা। সিঁড়ি ভেঙে দো’তলা, তিনতলায় উঠতে তাঁদের অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষ পদক্ষেপ করেননি বলে অভিযোগ। জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক সাগর সিংহ বলেন, “লিফট বিকল বলে শুনেছি। বিষয়টি দেখছি।” আর জেলা-সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের বক্তব্য, ‘‘লিফট মেরামতের চেষ্টা চলছে।” পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ চত্বরে রয়েছে শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন। পাঁচতলা ভবনে বিভিন্ন দফতর রয়েছে। যেমন, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি, মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ), এনআরইজিএ সেল, সর্বশিক্ষা মিশন দফতর। এ জন্য এনআরইজিএ সেল, এমকেডিএ জেলা পরিষদকে ভাড়া দেয়। বিভিন্ন কাজে এই সব দফতরে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। মেদিনীপুর-খড়্গপুরে বাড়ি বানাতে গেলেও এমকেডিএ’র অনুমতি নিতে হয়। এই মিটিং হল রয়েছে। যেখানে প্রায়ই সরকারি প্রকল্প নিয়ে আলোচনাসভা হয়। কর্মশালা চলে। এমন একটি গুরুত্বপূর্ণ ভবনের লিফট দু’সপ্তাহ ধরে বিকল হয়ে থাকায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ দেখা দিয়েছে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের মধ্যে। অসুবিধায় পড়তে হচ্ছে কাজে আসা সাধারণ মানুষকেও। লিফট দেখভালের জন্য দু’জন কর্মী রয়েছে। তাঁরা আপাতত ‘কর্মহীন’। জানা গিয়েছে, লিফট সচল করতে কত অর্থ ব্যয় হতে পারে, তার পরিকল্পনাই করা হয়নি। জেলা পরিষদের এক আধিকারিক অবশ্য বলেন, “সিঁড়ি রয়েছে। এ ক্ষেত্রে সমস্যা হবে কেন?” জেলা পরিষদের যে অতিথিশালা রয়েছে, সেখানেও কয়েকটি বাতানুকূল যন্ত্র অচল হয়ে পড়ে রয়েছে। জেলা সভাধিপতির আশ্বাস, “পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
|
লরি-মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩ |
লরির সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই শহরের ঘুঘুডাঙা এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা সড়কে। ঘটনাস্থলেই মারা যান মিনি ট্রাকের চালক এবং দুই খালাসি। মৃতেরা হলেন, রাজু ওরফে ঋষি গোর (২৪), সুনীল বাউরি (২৩) এবং কার্তিক রজক (২২)। ঋষি ট্রাকের চালক। মৃত ৩ জনেরই বাড়ি বর্ধমানের আসানসোলে। লরির চালকও অল্পবিস্তর জখম হন। পুলিশ চালক-সহ লরিটিকে আটক করেছে। ট্রাকটিকেও থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এ দিন সকাল ৬টা নাগাদ চন্দ্রকোনার দিকে যাচ্ছিল মিনি ট্রাকটি। আর রেশমগুটি বোঝাই লরিটি যাচ্ছিল ঘাটালের দিকে। দুর্ঘটনার পর এলাকার মানুষই উদ্ধারকাজে হাত লাগান। মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়েছিল। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে কেটে ধীরে ধীরে দেহগুলি বের করে। দেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে পরিচয় জানা যায়নি। পরে এক জনের জামায় আসানসোলের একটি টেলারিং দোকানের নাম ও ফোন নম্বর পায় পুলিশ। সেই সূত্রেই পুলিশ মৃতদের পরিচয় জানতে পারে।
|
পেট্রোল-সহ বিভিন্ন জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে আইন অমান্য কর্মসূচি পালন করে এসইউসি। জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক অমল মাইতি, রঞ্জিত গুপ্ত, প্রাণতোষ মাইতি। পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে। সকালে এলআইসি মোড়ে প্রতিবাদ সভা হয়। এসইউসি নেতৃত্বের বক্তব্য, পেট্রোলের মূল্যবৃদ্ধিতে মানুষ সমস্যায় পড়ছেন। অন্য জিনিসপত্রের দামও বাড়ছে। সভা শেষে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় কালেক্টরেট মোড়ে। অনভিপ্রেত ঘটনা এড়াতে এখানে বাড়তি পুলিশ মোতায়েন হয়েছিল। আইন অমান্যের জেরে উত্তেজনা দেখা দেয়। এসইউসি নেতৃত্বের দাবি, কালেক্টরেট মোড় থেকে ২৩৩ জনকে গ্রেফতার করা হয়। এঁদের মধ্যে ৩২ জন মহিলা। পরে পুলিশ এঁদের ছেড়ে দেয়। খড়্গপুরের তালবাগিচা, প্রেমবাজার ও ডিভিসি-তেও পথসভা করে এসইউসি। খড়্গপুর শহর লোকাল কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখেন সুরঞ্জন মহাপাত্র, মণিশঙ্কর পট্টনায়ক, রবীন্দ্র বসু।
|
সম্প্রতি খড়্গপুর শহরের দেবলপুরে হল দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। দেবলপুর স্বাধীন সঙ্ঘ আয়োজিত টুর্নামেন্টে ১৬টি দল যোগ দেয়। ফাইনালে ‘কষ্ট করে এসেছি’ ক্লাব ‘মাস্টার্স ইলেভেন’কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণে ছিলেন পুরপ্রধান জহরলাল পাল, কাউন্সিলর মহম্মদ আকবর-সহ এলাকার বিশিষ্টজনেরা। |