|
|
|
|
সিপিএমের মিছিলে হামলার নালিশ মাদপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায় খড়্গপুর লোকাল থানার মাদপুরে। সিপিএমের অভিযোগ, মূল্যবৃদ্ধি রোধ-সহ নানা দাবিতে দলীয় কর্মী-সমর্থকেরা এলাকায় মিছিল করছিলেন। তখনই তৃণমূলের লোকজন হামলা চালায়। মিছিল আটকে দেয়। তৃণমূলের দাবি, অভিযোগ ভিত্তিহীন।
পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এ দিন রাজ্য জুড়ে ‘প্রতিবাদ দিবসে’র ডাক দিয়েছিল সিপিএম। সেই কর্মসূচিতেই এ দিন বিকেলে মাদপুরে মিছিল হচ্ছিল। বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া মিছিল মাদপুর স্টেশনের সামনে শেষ হবে বলে স্থির ছিল। সিপিএমের অভিযোগ, তৃণমূলের হামলায় তার আগেই মিছিল শেষ করতে হয়। সিপিএমের খড়্গপুর গ্রামীণ জোনাল কমিটির সম্পাদক কামের আলি বলেন, “শান্তিপূর্ণ ভাবেই মিছিল হচ্ছিল। আচমকা কয়েকজন এসে মিছিল বন্ধ করতে হবে। এলাকার মানুষই মিছিলে ছিলেন। এমন ঘটনা অনভিপ্রেত।” জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাইতির পাল্টা অভিযোগ, “দলীয় কর্মী-সমর্থকেরাই এলাকায় মিছিল করছিলেন। সিপিএম কয়েকজন লোক নিয়ে এসে অশান্তি তৈরির চেষ্টা করে।” তাঁর আরও বক্তব্য, “সিপিএমের মিছিলে কেউ হামলা চালায়নি। মিথ্যে অভিযোগ করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, মিছিল ঘিরে মাদপুরে উত্তেজনা ছড়িয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। বুধবার রাতে আবার শালবনিতে সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। শালবনি থানার রাণাপাড়া, তিলাখুলা ও সংলগ্ন এলাকায় গোলমাল বাধে। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে পাশের মাঝিপাড়া থেকে সিপিএমের লোকজন এসে এই দুই গ্রামে হামলা চালায়। দলের ৩ কর্মীর বাড়িতে লুঠপাট চালানো হয়। ঘটনার জেরে এলাাকর মানুষ সন্ত্রস্ত। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। |
|
|
|
|
|