নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসকর্মীর গাড়িতে বিস্ফোরণে অভিযোগের আঙুল উঠেছিল ইরানের দিকে। ভারত সফরে এসে এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আলি আকবর সালেহি। তাঁর পাল্টা অভিযোগ, কোথাও কোনও দুর্ঘটনা ঘটলেই ইরানকে দায়ী করা হয়।
আজ ভারত এবং ইরানের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে হামলার প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়। ভারতীয় গোয়েন্দারাও এই ঘটনার পিছনে তেহরানের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সালেহি অভিযোগ অস্বীকার করলেও এখনও নিঃসন্দেহ নয় সাউথ ব্লক। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ইরান সরকারকে জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারত তদন্তকারী অফিসারদের একটি দল তেহরানে পাঠাতে চায়। সালেহি জবাবে জানিয়েছেন, বিষয়টি ‘ভেবে দেখা হবে।’
১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসকর্মীর গাড়িতে বিস্ফোরণের ঘটনার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু সরাসরি বলেছিলেন, ইরানই এই ঘটনার পিছনে। গোটা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর কারিগর তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রকও ঘটনা খতিয়ে দেখে। বিস্ফোরণে ইরানের জঙ্গিদের জড়িত থাকার সম্ভাবনার কথা সে দেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দেয় ভারত।
আজ কার্যত ভারতের বক্তব্যকেও উড়িয়ে দিয়েছে তেহরান। এস এম কৃষ্ণকে পাশে বসিয়ে এই প্রসঙ্গে সরব হয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তাঁর প্রশ্ন, “বিশ্বকে যে দেশ সভ্যতার মুখ দেখিয়েছে, যে দেশের ৩ হাজার বছরের ইতিহাস রয়েছে, যে দেশ কত কবির জন্ম দিয়েছে, ন্যায়নীতির প্রশ্নে যে দেশ দৃঢ়প্রতিজ্ঞতাকে বারবার অভিযোগের সামনে দাঁড়াতে হচ্ছে কেন?” সালেহির পাল্টা অভিযোগ,“ “ইজরায়েল আমাদের শিল্প সংস্থাগুলিতে কম্পিউটার ভাইরাস পাচার করছে এবং তাতে তারা গর্বিত।” |