দু’পক্ষের সংঘর্ষে তিন জন জখম হলেন কাটোয়ার হরিজনপল্লিতে। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় জখমদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে স্থানীয় বাসিন্দা মুন্না হরিজন ও তাঁর কয়েক জন সঙ্গী পাড়ার মধ্যে অসভ্য আচরণ করছিলেন। তাঁরা ট্যাপের পাইপও ভেঙে দেন বলে অভিযোগ। এ সবের প্রতিবাদ করলে এলাকারই বাসিন্দা সূর্য হরিজন ও চণ্ডী হরিজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পাল্টা মারে জখম হন মুন্না। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। পুলিশ জানায় মৃতার নাম ডলি সদ্দার (১৬)। বৃহস্পতিবার সকালে কালনা শহরের নেপপাড়া এলাকার বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন তাঁর বাবা দিলীপ সদ্দার। কালনা হাসপাতালে তার দেহ নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দিলীপবাবু ঘরে ঢুকে একটি বাঁশ থেকে ওড়নার ফাঁসে ডলির ঝুলন্ত দেহ দেখতে পান। এই বছর স্থানীয় মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পাশ করে ওই ছাত্রী।
|
গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার কাটোয়ার পলসোনা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম নির্মল ঘোষ (৩০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। |