থানায় ‘হামলা’ বর্ধমানে
রাস্তা ‘অবাধ’, তবু ঘরে বসেই কেটে গেল দিন
কালনা, পূর্বস্থলীর কয়েকটি এলাকায় বিজেপি-র সমর্থন রয়েছে। কিন্তু তার বাইরেও বিস্তীর্ণ এলাকায় এক ‘কর্মনাশা’ দিন কাটল বৃহস্পতিবার। প্রশাসনের তরফে জানানো হয়, এ দিন অফিস-কাছারিতে উপস্থিতি ছিল স্বাভাবিক। সরকারি বাসও চলেছে। যদিও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সেই সব বাসে যাত্রীর দেখা বিশেষ মেলেনি। অফিসগুলিতেও সাধারণ মানুষজনের আনাগোনা ছিল কম। জেলার নানা এলাকা থেকে মোট ১৯৪ জন বনধ সমর্থককে গ্রেফতার করা হয়। তবে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি-র ডাকা এ দিনের বন্ধে অবশ্য বিশেষ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ।
জনপথ
সুনসান। বৃহস্পতিবার বর্ধমানের জিটি রোডে ছবিটি তুলেছেন উদিত সিংহ।
জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, এ দিন বর্ধমানে ৩, মেমারিতে ৬, বুদবুদে ৪, কাটোয়ায় ৩, কালনায় ৫০ ও পূর্বস্থলীতে ১১৮ জন বনধ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানে পুলিশের উপর হামলা ও কর্ড লাইনে বেলেরহাটে বনধ সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুড়াপ ও জৌগ্রামের মধ্যে ট্রেন অবরোধ করার চেষ্টা হলে পুলিশ তা তুলে দেয় বলে জানান পুলিশ সুপার।
বর্ধমানের বিজয়তোরণ সংলগ্ন এলাকায় এ দিন বিজেপি সমর্থকেরা রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ সেখান থেকে বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক সন্দীপ নন্দী ও নবকুমার হাজরাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে দলের জেলা সভাপতি দেবীপ্রসাদ মল্লিক কর্মী-সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করেন। পুলিশের সঙ্গে তাঁদের বচসা থেকে ধস্তাধ্বস্তি বেধে যায়। তাতে আহত হন কনস্টেবল মলয় বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, পুলিশের উপর হামলা, থানায় চড়াও হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কালনা বাসস্ট্যান্ড। কাটোয়া স্টেশন বাজার।
এ দিনের বন্ধে অবশ্য বর্ধমান শহরের রাস্তাঘাট ছিল কার্যত জনশূন্য। বহু দোকানপাট বনধ ছিল। কাটোয়াতেও এ দিন বেসরকারি বাস বিশেষ চলেনি। বনধ ছিল অনেক দোকানপাট। কালনা মহকুমার নানা জায়গায় রাস্তায় পিকেটিং, রেললাইন অবরোধ বাসস্ট্যান্ডে বাস বেরোতে না দেওয়ার অভিযোগে মোট ১৬৮ জনকে গ্রেফতার করা হয়। এই মহকুমার কিছু জায়গায় বিজেপি-র সমর্থন থাকায় বন্ধের খানিকটা প্রভাব পড়েছিল। বেসরকারি বাস চলেনি। যাতায়াতে ভরসা ছিল মোটরচালিত ভ্যান। মহকুমা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অফিসগুলিতে হাজিরা ছিল ৯৫ শতাংশ।
বর্ধমানে বিজেপি কর্মীকে মার।
পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া, কালেখাঁতলা, পাটুলি এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। পূর্বস্থলী স্টেশনে বনধ সমর্থকেরা ট্রেন অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দলীয় সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে কালনা থানায় বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা।
জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, ‘‘সরকারি অফিসগুলিতে উপস্থিতির হার ছিল ১০০ শতাংশ।” যদিও রাস্তাঘাটে বা বাস-ট্রেনে মানুষজনের বিশেষ দেখা মেলেনি। বনধের নামে তাই পার হল আরও একটি ‘কর্মনাশা’ দিন।
নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.