নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের মাধ্যমিক পরীক্ষার ফল আজ, মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশিত হচ্ছে। ১১টার পরে ওয়েবসাইট, টেলিফোন বা এসএমএসের মাধ্যমে ছাত্রছাত্রীরা ফল জানতে পারবে। ফল জানা যাবে, এই সব ওয়েবসাইটে: www.wbbse.org, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, www.clickcollegestreet.com, www.indiaresults.com, www.schools9.com, www.manabadi.com, www.rediff.com/exams, results.sify.com, http://Results.WestBengalEducation.net, www.ExamResults.net। এসএমএসে ফল জানার জন্য WB10-এর পরে রোল নম্বর লিখে পাঠাতে হবে এই সব নম্বরে: ৫৭৩৩৩, ৫৬৯৬৯, ৫৪৬৪৬, ৫৪৯৯৯, ৫৬৭৬৭৫০, ৫৮৮৮৮, ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৭৩০ (ভোডাফোন), ৫৪৩২১২২২২ ও ৫৫০৭৭ (এয়ারটেল), ৫৫৪৫৬ (আইডিয়া), ৫৩৩৩৩০০ (টাটা ডোকোমো), ৫১২৩৪ (টাটা জিএসএম), ৫৬৫০৬ (রিলায়্যান্স)। ফল জানা যাবে এই সব টেলিফোন নম্বরেও: ৫০৫১০১০৯৬, ৫৮৮৮৮, ১২৫৫৫৯৬ (বিএসএনএল)।
|
মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ফল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ফল কাল, বুধবার প্রকাশিত হবে। ওই মুক্ত বিদ্যালয়ের ২০১১-র ডিসেম্বরে যে-মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তারই ফল ওই দিন প্রকাশ করা হবে বলে সোমবার জানান কাউন্সিলের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি জানান, মার্কশিট দেওয়া হবে ৪ জুন থেকে। ছাত্রছাত্রীরা ৪ তারিখ থেকেই নিকটবর্তী স্টাডি সেন্টারগুলিতে নিজেদের মার্কশিট পেয়ে যাবে।
|
বজ্রপাতে মৃত্যুতে ক্ষতিপূরণ দু’লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বর্ধমান, মালদহে রবিবারের দুর্যোগে বজ্রপাতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ক্ষতিপূরণ পাবে সম্প্রতি হাওড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূমে বজ্রপাতে মৃতদের পরিবারও। সোমবার মহাকরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী জানিয়ে দেন, এই সিদ্ধান্ত আপাতত শুধু ওই কয়েকটি ঘটনায় বজ্রপাতে মৃতদের ক্ষেত্রেই প্রযোজ্য। |