টুকরো খবর
সোনার চেন দেবে সিএবি
কেকেআরের প্রতি ক্রিকেটারকে এক ভরির সোনার চেন দিয়ে সংবর্ধিত করছে সিএবি। যাঁরা ন্যূনতম একটি ম্যাচও খেলেছেন, তাঁরাও এই উপহার পাবেন। দলের কোচ ট্রেভর বেলিসকেও ওই উপহার দেওয়া হচ্ছে। চেনের সঙ্গে থাকবে সিএবি’র নামাঙ্কিত লকেট। ১৮টি চেনের অর্ডার দেওয়া হয়েছে বলে সিএবি সূত্রের খবর। ইডেনের অনুষ্ঠানের মেজাজ আরও রঙিন করে তুলতে অতিকায় ফানুসও ওড়ানো হবে। সেগুলোর গায়ে লেখা থাকবে: সিএবি কনগ্র্যাচুলেটস কেকেআর। যে ক’জন ক্রিকেটার আজ, মঙ্গলবার ইডেনে হাজির থাকবেন, ততগুলো ফানুস বরাদ্দ থাকছে। ক্লাবহাউস-সহ ইডেনের সতেরোটি গেটে বসানো হচ্ছে তোরণ। বসছে ‘করেছি, লড়েছি, জিতেছি’ লেখা বোর্ড। ক্লাবহাউসের বাইরে তৈরি ভিডিও স্ক্রিন। তাতে ক্রমাগত দেখানো হবে গম্ভীরদের আইপিএল জয়ের বিশেষ কিছু মুহূর্ত। সোমবারও দিনভর তা দেখানো হয়েছে। সংবর্ধনার সময়ে মাঠের জায়ান্ট স্ক্রিনেও যাতে কিছু ‘স্মরণীয় মুহূর্ত’ তুলে ধরা যায়, তার চেষ্টা চলছে। ড্রেসিংরুমের সামনে লনে স্টেজ সাজানো হচ্ছে।

ঘরের মাঠে টানা সাতটা সিরিজ জিতল ইংল্যান্ড
হাতে এক দিন রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে নিল ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে তারা জিতল ৯ উইকেটে। এই নিয়ে ঘরের মাঠে টানা সাতটা সিরিজ জিতে নিল ইংল্যান্ড।জিততে হলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রান তুলতে হত অ্যান্ড্র স্ট্রসের টিমকে। সোমবার শুধু অধিনায়কের উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। স্ট্রস ৪৫ করে আউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান আর এক ওপেনার অ্যালিস্টার কুক (৪৩)। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩৭০ রানের জবাবে ইংল্যান্ড তুলেছিল ৪২৮। কিন্তু মাত্র ১৬৫ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ব্রেসনান এবং অ্যান্ডারসন চার উইকেট করে তুলে ধসিয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটিংকে। যার ফলে ইংল্যান্ডের সিরিজ জিতে নেওয়াটা হয়ে দাঁড়ায় স্রেফ সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একমাত্র উইকেটটি নেন মার্লন স্যামুয়েলস। এই জয়ের ফলে এজবাস্টনের তৃতীয় টেস্ট হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। সেখানে ব্রেসনানের বদলে দেখা যেতে পারে স্টিভ ফিনকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন সিরিজের জন্য বিশ্রাম পেতে পারেন ব্রেসনান।

ইতালি, ইংল্যান্ডে বড় ধাক্কা
ইউরো কাপ শুরুর দশ দিন আগে বড় ধাক্কা খেল অন্যতম দুই ফেভারিট ইংল্যান্ড ও ইতালি। ম্যাঞ্চেস্টার সিটির তারকা গারেথ বেরি চোট পেয়ে ছিটকে গেলেন ইংল্যান্ড থেকে। তাঁর বদলে দলে এলেন ফিল জাগাইলকার। ইতালিতে ২০০৬ বিশ্বকাপের আগে যা হয়েছিল, এ বারও তাই হয়েছে। ঘুষ কেলেঙ্কারির রেশ আছড়ে পড়েছে তীব্র ভাবে। ইতালির বিখ্যাত ক্লাব লাৎজিওর অধিনায়ক স্তিফানো মাউরি গ্রেফতার হয়েছেন। সঙ্গে আরও ১৯ জন ফুটবলার। জুভেন্তাসের কোচ কন্তে পর্যন্ত সন্দেহভাজনের তালিকায়। তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি হয়েছে। জেনিটের ইতালিয়ান তারকা ক্রিস্কিতো ছিলেন ইউরো দলে। তাঁকে জেরা করা হলে ইতালি ফুটবল সংস্থা দল থেকেই বাদ দিয়েছে। বুফোঁ, পির্লো-দের রেখে ইতালি দল গড়েছে। কিন্তু কেলেঙ্কারির ধাক্কা ভাল ভাবে লাগল ইতালি ফুটবলে। অনেক নামী তারকার জড়িত থাকার কথা শোনা যাচ্ছে।

৫১ বছর পরে সার্ভিসেসে সন্তোষ
সন্তোষ ট্রফিতে ৫১ বছরের খরা কাটাল সার্ভিসেস। কটকে তামিলনাড়ুকে ৩-২ হারিয়ে তারাই ২০১২-এর সন্তোষ চ্যাম্পিয়ন। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য। সঞ্জু সুব্বার গোলে বিরতির আগেই ১-০ এগিয়ে গিয়েছিল সার্ভিসেস। দ্বিতীয়ার্ধে সুব্রত সরকার এবং ফারহাদের গোলে ৩-০। শেষ দিকে শান্তা কুমার এবং এম রমেশের গোলে তামিলনাড়ু ২-৩ করলেও লাভ হয়নি। তামিলনাড়ুর গোলগুলি হয় ৮২ মিনিটের পর। তাই ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি সাবির পাশার কোচিংয়ে খেলা ছেলেরা। সার্ভিসেস কোচ ভি সাজিথ কুমার জয়ের পর বলেন, “কোনও এক জনের কৃতিত্বে নয়, আমরা জিতলাম একটা টিম হিসাবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.