উত্তর-পূর্বে ব্যাঘ্র প্রকল্পের সিংহভাগ দেবে কেন্দ্র |
উত্তর-পূর্বে ব্যাঘ্র সংরক্ষণের ব্যয়ভারের প্রায় পুরোটাই নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় সরকার। রাজ্য বন দফতর সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় ‘ব্যাঘ্র প্রকল্প’ গুলির ব্যয়ভারের ৫০ শতাংশ এতদিন রাজ্য সরকারকে বহন করতে হত। সম্প্রতি, প্রধানমন্ত্রীর অসম সফরের সময় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ যে দাবিপত্র পেশ করেন, সেখানে ব্যাঘ্র প্রকল্পে রাজ্যের দায়ভার হ্রাস করার প্রস্তাব ছিল। উত্তর-পূর্বে ব্যাঘ্র সংরক্ষণের বিকাশে উৎসাহিত হয়ে রাজ্যের আবেদনে সম্মত হয় কেন্দ্রও। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জয়ন্তী নটরাজন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, এখন থেকে ব্যাঘ্র প্রকল্পের ৯০ শতাংশ ব্যয়ভারই কেন্দ্র বহন করবে। কেবল অসম নয়, গোটা উত্তর-পূর্বই এই সুবিধা পেতে চলেছে।
|
লোকালয়ে ঢুকে পড়া দুটি বাইসন জঙ্গলে ফেরালেন বনকর্মীরা। সোমবার ভোরে আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতা গ্রামের ঘটনা। এ দিন বুনো দুটি গ্রামের এর প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়াতে শুরু করে। বেলা বাড়তে একটি চলে যায় মথুরা চা বাগান এলাকায়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে অনেক চেষ্টার পরে পরিস্থিতি সামাল দেয়। বন্যপ্রাণ-৩ বিভাগের চিলাপাতার রেঞ্জার গোপাল সরকার বলেন, “ভোরে বাইরে লোকজন তেমন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।” বনকর্মীরা এ দিন প্রথমে তপসিখাতা এলাকা থেকে বাইসন দুটিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাড়া খেয়ে একটি বুনো হঠাৎ বানিয়া জঙ্গলের ৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় ঢুকে পড়ে। অন্যটি নাথুয়াটারির ভগতপাড়ায়। |