আজ, মঙ্গলবার থেকে সকালে ও বিকেলে অফিসটাইমে মেট্রো চলবে ৫ মিনিট অন্তর। মেট্রো সূত্রে খবর, নতুন সময়ে কবি সুভাষ থেকে সকাল ৮-৪৫ থেকে ৯-১৫ পর্যন্ত, ১০-৫৬ থেকে ১১-৫৬ পর্যন্ত এবং সন্ধ্যায় ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ মিনিট অন্তর ট্রেন চলবে। দমদম থেকে সকালে ১০-০২ থেকে ১১-০২ পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। মেট্রো সূত্রে খবর, সকালে ৮-৫০ থেকে তিনটি ট্রেন মহানায়ক উত্তমকুমার থেকেও ছাড়বে।
|
হাওড়া ব্রিজের রেলিং টপকে সোমবার হুগলি নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলেন বছর বাইশের তরুণী। কর্তব্যরত পুলিশকর্মী তাঁকে উদ্ধার করেন। পুলিশ জানায়, ওই তরুণী আমহার্স্ট স্ট্রিট এলাকায় ফুটপাথে থাকেন। তাঁকে রেলিং টপকাতে দেখে ওয়্যারলেস ব্রাঞ্চের (সশস্ত্র) এএসআই কানাইলাল বিশ্বাস গিয়ে তাঁকে নামিয়ে আনেন। ওই তরুণীকে উত্তর বন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
পানীয় জলের দাবিতে সোমবার কলকাতা পুরসভার ১১ ও ১২ নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন নাগরিক কমিটির সদস্যেরা। মহিলারাও কলসি-কুঁজো নিয়ে বিক্ষোভে অংশ নেন। অভিযোগ, এলাকায় জলের চাপ খুব কম। পুরসভার গাড়িতে সরবরাহ করা জলে সমস্যা মিটছে না। তীব্র গরমে প্রতিটি এলাকায় জলসঙ্কট হয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “গরমে কয়েকটি জায়গায় সমস্যা হচ্ছে, তা জানি। তবে বিষয়টি অতিরঞ্জিত করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রচার করা হচ্ছে। পুরসভা সব এলাকাতেই পর্যাপ্ত জল সরবরাহ করছে।”
|
গাড়ি লক্ষ করে গুলি ছুড়ে আরোহী দুই ব্যবসায়ীকে রিভলভার দিয়ে আঘাত করে পালাল দুষ্কৃতীরা। সোমবার, বেলেঘাটা থানার ডক্টর রাজেন্দ্রলাল মিত্র রোডে। পুলিশ জানায়, অমিত জৈন ও কেতন চৌধুরী নামে ওই দুই ব্যবসায়ী সম্পর্কে ভাই। অভিযোগ, রাসবাগানের কাছাকাছি ৩-৪টি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে। গাড়ি থামাতেই তারা জানলার কাচ ভেঙে রিভলভার দিয়ে অমিত ও কেতনের মাথায় আঘাত করে। অমিতের অভিযোগ, তাঁর দাদা দীপক স্থানীয় প্রোমোটারের সাহায্যে ওই দুষ্কৃতীদের নিয়োগ করেছেন। |