উৎপাদন লক্ষ্যমাত্রা ছোঁয়নি, তবু মুনাফা বাড়াল কোল ইন্ডিয়া |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লক্ষ্যমাত্রার থেকে ১.১০ কোটি টন কয়লা উৎপাদন কম হলেও ২০১১-’১২ সালে কোল ইন্ডিয়ার নিট মুনাফা আগের বারের থেকে ৩৬.০৮% বেড়েছে। ওই বছর তারা নিট মুনাফা করেছে ১৪ হাজার ৭৮৮ কোটি ২০ লক্ষ টাকা। ২০১১-’১২ সালে সংস্থা ৪৩ কোটি ৫৮ লক্ষ ৪০ হাজার টন কয়লা উৎপাদন করেছে। সিএমডি এস নরসিংহ রাও জানান, চলতি আর্থিক বছরে কোল ইন্ডিয়া ৪৬.৪১ কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। প্রধানত বৃষ্টির জন্যই উৎপাদন ব্যাহত হয় বলে জানান রাও। পরিবেশ দফতরের ছাড়পত্র না-পাওয়ার জন্যও বেশ কয়েকটি নতুন খনিতে কাজ শুরু করা সম্ভব হয়নি। রাও বলেন, ৩৫টি কয়লা উত্তোলন প্রকল্প পরিবেশ ছাড়পত্রের অপেক্ষায়। এ দিকে বিভিন্ন বিদ্যুৎ সংস্থার সঙ্গে জ্বালানি সরবরাহের যে চুক্তি করছে কোল ইন্ডিয়া, তার পুরোটা দেশে উৎপাদিত কয়লা দিয়ে পূরণ করা যাবে কি না, তা নিয়ে সংশয় জানান রাও। চুক্তিতে উল্লিখিত কয়লার ৮০% কোল ইন্ডিয়ার সরবরাহ করার কথা। কিন্তু রাও জানান, দেশীয় কয়লা দিয়ে ৬৫% পর্যন্ত সরবরাহ মেটানো যেতে পারে। বাকিটার জন্য আমদানি করতে পারেন তাঁরা।
|
ভারতে হাল্কা মোটরসাইকেলের বাজার ধরতে চায় সুজুকি |
ভারতের কম দামি ও হাল্কা মোটরসাইকেলের বাজারকেই পাখির চোখ করছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। সেই লক্ষ্যেই সম্প্রতি ১১২ সিসি ইঞ্জিনের ‘হায়াতে’ বাইক বাজারে এনেছে তারা। এটি তাদের ভাণ্ডারের প্রথম হাল্কা মোটরসাইকেল। বিপণন প্রধান অণু অনামিকার বক্তব্য, বাজারের ৫২% দখল করে আছে ১০০-১১০ সিসি-র মোটরসাইকেল। তাই সেই বাজারই তাঁদের লক্ষ্য। বর্তমানে সংস্থার ব্যবসার সিংহভাগই আসে স্কুটার থেকে। অদূর ভবিষ্যতে বাইক ব্যবসাতেও বাড়তি জোর দিতে চায় সংস্থা। পরিকল্পনা রয়েছে ২০১৪-র মধ্যে আরও কয়েকটি নয়া মোটরসাইকেল বাজারে আনারও। গুড়গাঁওয়ে কারখানা সম্প্রসারণের পাশাপাশি রোহতাকে নয়া কারখানা গড়ছে সংস্থা। গুড়গাঁওতে লগ্নি হবে ১০০ কোটি। ভবিষ্যতে ভারতকে রফতানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও উড়িয়ে দেননি সংস্থা-কর্তা। এখন নেপাল ও কলম্বিয়ায় ভারত থেকে রফতানি করে সংস্থা। জাপান থেকে সুপারবাইক আমদানি করে সুজুকি ইন্ডিয়া। হার্লে ডেভিডসনের মতো এ দেশে যন্ত্রাংশ জুড়ে তা তৈরির পরিকল্পনা তাদের নেই।
|
মনোজিৎ কুমার সিংহ কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পূর্বাঞ্চলীয় দফতরে (বিপণণ বিভাগ) জেনারেল ম্যানেজার, আই/সি (আঞ্চলিক পরিষেবা) হিসেবে যোগ দিয়েছেন। তিনি ৩৪ বছর ধরে সংস্থায় রয়েছেন। |