নলহাটি থানার লখনামারা এলাকার একটি পাথর খাদান থেকে রবিবার এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম আরতি কিস্কু (২০)। তাঁর বাড়ি লখনামারাতেই। এ দিন সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই তরুণীর মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকালে প্রাতকৃত্য করতে গিয়ে ওই তরুণী অসতর্ক বশত খাদানে পড়ে গিয়ে থাকতে পারেন। তাঁর দেহটি ময়না-তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বীরেন মুর্মু। সোমবার নলহাটির লখনামারা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার রাতে নলহাটি পাথর শিল্পাঞ্চল এলাকার লখনামারা গ্রাম থেকে ডালিম শেখ (৫২) নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। খুন করা হয়েছে বলে নলহাটি থানার আমলাই গ্রামের বাসিন্দা ডালিম শেখের ছেলে নুরুজ্জামান শেখ দাবি করেছিলেন। পুলিশ জানায়, মৃতের ভাই কালু শেখের অভিযোগের ভিত্তিতে সোমবার বীরেন মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ খাওয়া নিয়ে বচসার জেরে এই খুন হয়ে থাকতে পারে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ় সাইকেল আরোহীর। সোমবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে রাইপুর থানার নীলজোড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যোগেশ্বর মান্ডি (৫৩)। তাঁর বাড়ি রাইপুরের বড়পুকুরিয়া গ্রামে। পেশায় চাষি, যোগেশ্বরবাবু এ দিন সকালে ছেলেকে নিয়ে নীলজোড়ামোড়ে গিয়েছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।
|
বাজ পড়ে মৃত্যু হল ইউহান মল্লিক (৪৩) নামে এক প্রান্তিক চাষির। তাঁর বাড়ি বোলপুরের ধিদহ গ্রামের পশ্চিম পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে থাকার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। সোমবার ইউহানবাবুর মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |