আড়ি পাতা নিয়ে ব্লেয়ারকে জেরা |
ফোনে আড়ি পাতা কাণ্ডে অভিযুক্ত সংবাদ সংস্থা নিউজ অফ দ্য ওয়ার্ল্ড-এর প্রধান রুপার্ট মার্ডকের সঙ্গে যোগ থাকার অভিযোগে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল। সংবাদমাধ্যমের সীমাবদ্ধতা ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত জনস্বার্থ মামলায় হাইকোর্টে আজ জেরার মুখে রুপার্টের সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেন টনি। যদিও ক্যামেরন সরকারের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে মার্ডক ও তার সংস্থার সুযোগ নেন ব্লেয়ার। তাঁর জমানায় অনেক আর্থিক সুযোগ সুবিধে পেয়েছিল নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। ইরাকে সেনা পাঠানোর বিষয়ে দেশের জনগণ এর বিপক্ষে থাকলেও ব্লেয়ারের প্রশংসা করা হয় নিউজ অফ দ্য ওয়ার্ল্ড-এ।
|
বেনজির হত্যায় দায়ী মুশারফ: বিলাবল |
মা বেনজির ভুট্টোর মৃত্যুর জন্য তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকেই সরাসরি দায়ী করলেন বিলাবল ভুট্টো। ২০০৭-এর ডিসেম্বরে রাওয়ালপিন্ডির এক জনসভায় বক্তৃতা সেরে ফেরার সময় খুন হন বেনজির ভুট্টো। এ নিয়ে এক সাক্ষাৎকারে বিলাবল বলেন, “মুশারফই আমার মা’কে মেরেছে।” |