টুকরো খবর
দুষ্কৃতী হামলায় আহত চার কংগ্রেস কর্মী
বাড়ির সামনেই কংগ্রেসের চার কর্মী-সমর্থককে কোপাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের রামপাড়া চেঁচড়ার গুলডাঙি এলাকায় ওই ঘটনায় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি এক মহিলাও। কংগ্রেস কর্মীর স্ত্রী ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ। আহতদের বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মালদহের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।” কংগ্রেসের অভিযোগ, সিপিএমের মদতপুষ্ট দুষ্কৃতীরা ওই হামলা চালিয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিপিএমের তপন জোনাল সম্পাদক নীরোদ দাস বলেন, “এটা কংগ্রেসের চেনা ছক। দলীয় কোন্দলের জের ওরা সবসময়েই আমাদের উপর চাপিয়ে দেয়।” ব্লক কংগ্রেস সভাপতি রতন সরকার জানান, বছর তিনেক আগে ওই এলাকায় পাটের গাদায় লুকিয়ে রাখা বোমা ফেটে একটি শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। রতনবাবুর অভিযোগ, সিপিএম কর্মী মতির আলি ওই ঘটনায় যুক্ত বলে গ্রামবাসীরা অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সম্প্রতি এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকেরা বিষয়টি নিয়ে পুনর্তদন্তের দাবি তোলেন। রতনবাবু বলেন, “তারই জেরে ওই রাতে মতির আলি দলবল নিয়ে বাড়ির সামনে জয়দুর আলিকে কোপান। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন মালেক, বারিক ও রাশেদুল মিঁয়া।” রাশেদুলের স্ত্রী মরিয়ম বিবি বাধা দিতে গেলে তাঁকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা হয় বলে তাঁর অভিযোগ। অভিযোগ অস্বীকার করে নীরোদবাবু বলেন, “মতির আগে দলের কর্মী ছিল। অনেকদিন ধরেই দলের সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই।” ওই ঘটনায় মতির আলি ও তার অনুগামী-সহ সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।

ক্ষতিপূরণের টাকা মেলেনি, ক্ষোভ তৃণমূলের
ক্ষতিপূরণের টাকা ট্রেজারির মাধ্যমে দেওয়ার বিরোধিতায় নামল তৃণমূল। দলের শামুকতলা থানার খোয়ারডাঙ্গা-১ অঞ্চল কমিটির তরফে সোমবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের মারাখাতা বিট অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের ওই অঞ্চল কমিটির সভাপতি দিগেন বর্মন বলেন, “বন দফতরের নতুন নিয়মের ফলে বন্যপ্রাণীর হামলায় ক্ষতিগ্রস্তেরা ক্ষতিপূরণের টাকা সময় মতো পাচ্ছে না। জখমদের চিকিৎসাও হচ্ছে না। বিষয়টি বনমন্ত্রীকে জানিয়ে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে বন দফতরের বিট অফিস ঘেরাও আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।” এ ব্যাপারে বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “নতুন নিয়মে যে সমস্যা হচ্ছে সেটা বিভিন্ন মহল থেকেই খবর পাচ্ছি। সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” যদিও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকরা বনমন্ত্রী ওই বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না। বিকল্প ব্যবস্থা নয়। তাঁরা চালু করা নিয়ম বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন।

গ্রীষ্মের ভরসা। জলপাইগুড়িতে রাজা বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।

পড়ুয়াদের প্রতারণার নালিশ
দূরশিক্ষায় স্নাতকোত্তর পড়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। শনিবার এ ব্যাপারে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, খেলাঘর মোড়ের একটি সংস্থা দক্ষিণ ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় ভর্তির ব্যবস্থা করে দিচ্ছে শুনে তাঁরা যোগাযোগ করেন। পড়ুয়াদের কাছ থেকে ২০-২৫ হাজার টাকা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি করানো হয়েছে বলে ওই সংস্থা পড়ুয়াদের জানায়। তাঁদের কিছু কাগজপত্র দেওয়া হয়। সম্প্রতি পড়ুয়াদের পরীক্ষা হওয়ার কথা। দু’দিন আগে ওই সংস্থার কর্মকর্তারা অফিস বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ১৪২ জন ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে ওই সংস্থা। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

সওয়া কোটি টাকা আত্মসাৎ
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বর্ধমান রোড শাখায় টাকা আত্মসাতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সওয়া কোটি টাকা। শনিবার শিলিগুড়ি থানার পুলিশ জানায়, ওই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট আত্মসাতের যে অভিযোগ হয়েছে তার পরিমাণ বেড়ে হয়েছে ৯৩ লক্ষ টাকা। এর আগে ৬৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে টাকা আত্মসাতের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ টাকা। এই পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। ওই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য মিলবে বলে আশা করছেন
তদন্তকারী অফিসাররা।

দুর্ব্যবহারের অভিযোগ
চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল ও কিসান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। শনিবার দুপুরে দু’টি সংগঠনের তরফে যৌথ ভাবে রায়গঞ্জ জেলা হাসপাতালে প্রায় দু’ঘন্টা বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালের সুপার ও উত্তর দিনাজপুরের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কোনও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” রায়গঞ্জের যুব তৃণমূল নেতা শুভ দাস বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছি। তার মধ্যে চিকিৎসকেরা সরকারি নিয়ম মেনে কাজ শুরু না করলে হাসপাতাল চত্বরে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ হবে।”

ছাত্রী নিখোঁজ
খোঁজ মিলছে না এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিশ জানিয়েছে, সঙ্গীতা দাশগুপ্ত নামে কোচবিহার কোতোয়ালি থানার বাইশগুড়ি এলাকার ওই ছাত্রী টিউশন পড়ানোর নাম করে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। পরিচিতদের কাছে খোঁজ না মেলায় শুক্রবার সঙ্গীতার মা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ জানান। ছাত্রীর মামা দুলাল সরকার বলেন, “সঙ্গীতা নিখোঁজ হওয়ার পরে জানতে পারি উচ্চমাধ্যমিকে সে পাশ করতে পারেনি। ওই কারণে সে কোথাও গিয়েছে বলে মনে হচ্ছে। তবে খোঁজ না মেলা পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। পুলিশকে সব জানানো হয়েছে।” কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ছাত্রীর খোঁজ চলছে।”

অভিযুক্তেরা অধরাই
রতুয়ার কাহালা এলাকায় শিবপুর ঘাটে প্রতিবেশীকে খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। ওই রাতে ফুলহার নদীর শিবপুর ঘাটে ভুটু ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। জমি বিবাদে ভুটুবাবুকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী দীনেশ ঘোষ-সহ ১০ জনের বিরুদ্ধে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “খুনের ঘটনায় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।”

জামাইষষ্ঠী উপলক্ষে শিলিগুড়ির বাজারে ইলিশ। ছবি: বিশ্বরূপ বসাক।

যুব লিগের বিক্ষোভ
দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু-সহ কয়েক দফা দাবিতে শনিবার হাসপাতাল সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। অভিযোগ, মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক না থাকায় রক্তের জন্য জেলা সদরে ছুটতে হয়। যুব লিগের দিনহাটা পূর্ব জোনাল সম্পাদক সুব্রত নাহা বলেন, “এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে ফের আন্দোলন হবে।”

তৃণমূলের সম্মেলন
আগামী পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে বুথ স্তরে সংগঠনকে মজবুত করার উদ্যোগ নিল তৃণমূল। শনিবার বালুরঘাট ব্লক তৃণমূল কমিটির রাজনৈতিক সম্মেলন হয় পতিরামের বাহিচা হাইস্কুলে। সেখানে জেলা সভাপতি বিপ্লব মিত্র জানান, বালুরঘাট ব্লকের ১১টি অঞ্চল কমিটির নেতৃত্বে বুথস্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত ২
দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে পাঙ্খাবাড়ি রোডে। মৃতের নাম আজিলুর রহমান (২২)। বাড়ি ইসলামপুরে। অন্য জনের বয়স ৫০ বছর। তাঁর পরিচায় জানা যায়নি। পুলিশ জানায়, এ দিন দার্জিলিং থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “গাড়িটি খাদে পড়ে গিয়েছে। দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন জখম হয়েছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

মূল্যবৃদ্ধির প্রতিবাদ
পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে অবরোধ করল ডিওয়াইএফআই। শনিবার বিকাল ৫টা থেকে ১৫ মিনিট শিলিগুড়ি থানার সেবক মোড়ে ধরে অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ওই একই ইস্যুতে এদিন হাসমিচকে বিক্ষোভ দেখায় বিজেপি। দলের নেতা নন্দন দাসের অভিযোগ, এদিন তারা পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে অনুমতি নিয়ে হাসমিচকে পথসভা করতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই সভার কোনও অনুমতি ছিল না।

রাজ্য সম্মেলন
পণ্য পরিবহণের ক্ষেত্রে কোনও ই-ওয়েবিল ব্যবহারের সময়সীমা কমিয়ে ‘বারকোড’ নথিভুক্ত করা-সহ ১৮ দফা দাবি জানাল ডাইরেক্টরেট অব কমার্শিয়াল অ্যান্ড প্রফেশন ট্যাক্সেস এমপ্লয়িজ ইউনিয়ন। শনিবার শিলিগুড়িতে আইএনটিটিইউসি অনুমোদিত ওই সংগঠনের প্রথম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান নেপাল বন্দ্যোপাধ্যায়। সদস্যদের অভিযোগ, পণ্য পরিবহণের জন্য ওই ই-ওয়েবিল কম্পিউটারে বারবার ছাপিয়ে অন্য পণ্য পরিবহণে ব্যবহার হচ্ছে। তাতে রাজস্ব ফাঁকি পড়ছে।

দেহ উদ্ধার
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ইসলামপুর থানার চাপাসার এলাকায়। শুক্রবার রাতে বাড়ি থেকে তেহেরুন নেসার (১৬) দেহটি উদ্ধার হয়। মানসিক অবসাদের জেরে তেহেরুন আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ইসলামপুর থানার তালবাড়িতে শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সারাফত আলি (৫৫) নামে এক ব্যক্তির।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.