তৃণমূল ও আরএসপি সমর্থকদের মধ্যে বোমাবাজিতে শনিবার রাতে তেতে ওঠে বাসন্তীর লেবুখালি। বোমাবাজিতে হতাহতের কোনও খবর নেই বলে পুলিশ জানিয়েছে। আরএসপি-র অভিযোগ, তাদের ৪ সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলও। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে এক আরএসপি সমর্থকের পুকুরে বিষ মিশিয়ে মাছ চাষের ক্ষতি করার অভিযোগ ওঠে তৃণমূলের কয়েক জনের বিরুদ্ধে। তার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল অভিযোগ মানেনি। বাসন্তীর তৃণমূল নেতা মান্নান শেখের অভিযোগ, “শনিবার সন্ধ্যায় সভা থেকে ফেরার সময়ে আরএসপি পরিকল্পিত ভাবে ওই হামলা চালায়।” পাল্টা আরএসপি-র লেবুখালি লোকাল কমিটির সদস্য জাকির শেখ বলেন, “ওরাই পরিকল্পিত ভাবে আমাদের সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে মিথ্যা অভিযোগ তুলছে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যোগী বটতলার ঘটনা। গুরুতর জখম হয়েছেন তিন জন। পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত থেকে একটি গাড়িতে চেপে চার জনের একটি দল বারুইপুর ফিরছিল। রাত পৌনে একটা নাগাদ লোহা বোঝাই একটি লরির পিছনে গাড়িটি ধাক্কা মারে। তসলিমা বিবি (৩২) নামে ওই মহিলাকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
|
তল্লাশি জোরদার চললেও বনগাঁ শহরের বাটার মোড়ে সোনার দোকানে লুঠপাট এবং বোমাবাজির ঘটনায় শনিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার ভরসন্ধ্যায় ওই লুঠপাটের পরে দুষ্কৃতীদের খোঁজে রাতভর তল্লাশিতে নেতৃত্ব দেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। শনিবার দুপুরে ঘটনাস্থলে এসে সব দিক খতিয়ে দেখে ডিআইজি (পিআর) অনিল কুমার বলেন, “কিছু কিছু তথ্যপ্রমাণ মিলেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।” |