বিরাটিতে গুলি করে যুবককে খুন, আহত ১
নিজস্ব সংবাদদাতা |
বিরাটির নবনগর এলাকায় এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়েছে আরও এক জন। নিহত যুবকের নাম ভিকি (৩০)। গুলিবিদ্ধ অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিন্টু সাউ। দু’জনেই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার রাতে নবনগর হাসপাতাল রোডের বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান। রাস্তায় বেরিয়ে দেখেন, পিন্টু নামে এক যুবক রাস্তায় পড়ে রয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পেটে দু’টি গুলি লেগেছে। এই ঘটনার কিছু ক্ষণ পরে রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার করা হয় ভিকিকে। এক পথচারী তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পিন্টুর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের সন্দেহ, স্থানীয় দুই দুষ্কৃতী গোষ্ঠীর গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিরাটি এলাকায় রাজা দত্ত এবং রতন হালদার নামে দুই দুষ্কৃতীর মধ্যে অনেক দিন ধরে গোলমাল চলছে। সম্প্রতি দু’জনেই ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা শুরু করেছে। ভিকি ও পিন্টু রতন হালদারের গোষ্ঠীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। |
পুরসভাকে ফের ঋণ দেবে এডিবি |
শহরে জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে আরও ৪০ কোটি ডলার ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক। শনিবার এ কথা জানিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “এডিবি-র এক অধিকর্তা পুরসভায় এসেছিলেন। তাঁর সঙ্গে ঋণের বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে।” মেয়র বলেন, ওই ঋণের ২০ কোটি ডলার (টাকার অঙ্কে ১০০০ কোটি) কলকাতায় পানীয় জল সরবরাহ প্রকল্পের জন্য খরচ করা হবে। বাকি এক হাজার কোটি টাকায় পয়ঃপ্রণালী ও নিকাশি ব্যবস্থা ঢেলে সাজার কথা ভাবা হয়েছে। মেয়র এ দিন জানিয়েছেন, টালা এবং পলতা পাম্পিং স্টেশনে আরও উন্নত মানের পাম্পিং মেশিন লাগানোর পরিকল্পনা আছে। নতুন করে গড়া হবে নিকাশির পুরনো পাম্প স্টেশন গুলিও। |
বাসের ধাক্কায় যুবতীর মৃত্যু |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের কাছে এপিসি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম জাহিদা বিবি (১৮)। তাঁর বাড়ি কেশবচন্দ্র সেন স্ট্রিটে। জাহিদা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। বাসের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। |
অস্বাভাবিক মৃত্যু বধূর, ধৃত স্বামী |
ইডেন গার্ডেন্সের কিউরেটর তথা সিএবি-র প্রাক্তন সচিব প্রবীর মুখোপাধ্যায়ের মেয়ের মৃতদেহ মিলল শ্বশুরবাড়িতে। শুক্রবার দুপুরে ভবানীপুর থেকে পৌষালি চট্টোপাধ্যায়ের (৪০) মৃতদেহ উদ্ধার হয়। জামাই শুভপ্রসাদ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেন প্রবীরবাবু। তার ভিত্তিতেই শনিবার শুভপ্রসাদবাবুকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।
পৌষালিদেবীর সঙ্গে ১৮ বছর আগে বিয়ে হয় শুভপ্রসাদবাবুর। নিঃসন্তান দম্পতির মধ্যে মনোমালিন্য ছিল বলে প্রাথমিক তদন্তে খবর। শুক্রবার পৌষালিদেবী সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন শুনে পুলিশ তাঁর শ্বশুরবাড়িতে যায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শনিবার প্রবীরবাবুর পরিবারের তরফে অভিযোগ করে বলা হয়, শুক্রবার দুপুরে ফোন করে তাঁদের জানানো হয় পৌষালির শরীর খারাপ। কিন্তু তাঁরা যখন ভবানীপুরে যান, তত ক্ষণে পৌষালির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। |