টুকরো খবর
হামলার অভিযোগ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্লিপ বিলি করা নিয়ে গণ্ডগোলের জেরে তৃণমূলের এক কাউন্সিলের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনিতে। পুলিশ জানায়, ওই তৃণমূল কাউন্সিলরের নাম পূরবী সেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর বাড়ির ভেতরে ঢুকে একটি দরজা ও জানালা ভেঙে দেওয়া হয়। তাঁর একটি স্কুটার ভেঙে দিয়েছে সিপিএমের কর্মীরা। পরে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি পুলিশের এক কর্তা বলেন, “অভিযুক্তরা পুলিশকে দেখে পালিয়ে গিয়েছে।’’সিপিএম অবশ্য ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, ‘‘কোনও কাউন্সিলরের বাড়িতে হামলা আমরা সমর্থন করি না। আমাদের কোনএ কর্মী সেখানে যুক্ত থাকার প্রশ্ন ওঠে না। এলাকায় ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের টাকা বিলি করা নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তা থেকেই কিছু হতে পারে। অনিয়মের তদন্ত হওয়া উচিত।” পূরবী দেবী অবশ্য দাবি করেছেন, নিয়ম মেনেই তিনি এদিন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে স্লিপ বিলি করেছেন। সিপিএমের এক নেত্রীর নামও সেখানে ছিল। তিনি বলেন, ‘‘কাউকে বাদ দেওয়া হয়নি। প্রত্যেক ক্ষতিগ্রস্তকে স্লিপ দেওয়া হয়েছে। তা দেখালেই ওরা ক্ষতিপূরণ দেওয়া হত। তার পরে রাজনৈতিক সুবিধা আদায়ে সিপিএমের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালায়। পুলিশকে সব জানিয়েছি।” তৃণমূলের দার্জিলিং জেলার মহাসচিব কৃষ্ণ পাল ঘটনাস্থলে যান। তিনি বলেন, “বিস্তারিত খোঁজ নিচ্ছি। তার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনা, ভাঙচুর অ্যাম্বুল্যান্স
অ্যাম্বুল্যান্সের ধাক্কায় একাধিক বাসিন্দার জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হাতি মোড় ওই এলাকায়। ক্ষুব্ধ জনতা অ্যাম্বুল্যান্সটিকে ভাঙচুর করে উল্টে ফেলে দেয়। তাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। অ্যাম্বুল্যান্সের চালককে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক সহ গাড়ির ধাক্কায় জখম ৪ জনকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ অ্যাম্বুল্যান্সটি কোর্ট মোড়ের দিক থেকে সুভাষপল্লি বাজারের দিকে যাচ্ছিল। বাসিন্দাদের অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। বাঘাযতীন পার্ক থেকে হাতি মাড়ের মধ্যে অন্তত ৩ জনকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। গাড়িটিকে আটক করে চালককে মারধর করে জনতা। গাড়িটি পুলিশ আটক করেছে।

স্মরণ, জনসভা
১৯৬৭ সালের ২৫ মে নকশালবাড়ির বেঙ্গাইজোতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ৮ মহিলা ও ২ শিশু-সহ ১১ জনের। ওই ঘটনার স্মরণে আজ, শুক্রবার নকশালবাড়িতে জনসভার ডাক দিয়েছে নকশালবাড়ি শহিদ স্মৃতিরক্ষা সমিতি। সভায় সিপিআই(এমএল) নিউ ডেমোক্র্যাসি, সিপিআই (এমএল) জনশক্তি, সিপিআই (এমএল) পিসিসি এবং শ্রমিক সংগ্রামী কৃষক মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে শ্রমিক কৃষক সংগ্রামী কৃষক মঞ্চের পক্ষ রতন দে দাবি করেন, নকশালন আন্দোলনকে বার বার শেষ করার চেষ্টা হলেও কখনই তা প্রাসঙ্গিকতা হারায়নি। বরং তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আশ্বাস দিলেন মন্ত্রী
উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কয়েকটি সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার শিলিগুড়িতে বাস্তুকারদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। মন্ত্রী জানান, তিনি নকশালবাড়িতে চামটা ও লালপুরে দুটি সেতু নির্মাণের কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের কাজ শেষ করা হবে। এ ছাড়াও রাস্তা সারাইয়ের কাজও বিভিন্ন জায়গায় চলছে।”

কেরিয়ার ফেয়ার
উচ্চ শিক্ষায় উৎসাহী পড়ুয়াদের দেশ-বিদেশের নানা পাঠক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ দিতে ‘কেরিয়ার ফেয়ার’ শুরু হচ্ছে শিলিগুড়িতে। ২৬-২৮ মে শিলিগুড়ির সেবক রোডে সিটি গার্ডেনে ওই ‘কেরিয়ার ফেয়ার’ হবে। আয়োজক ‘স্যাপ’। উদ্যোক্তাদের পক্ষে সঞ্জয় থাপা জানান, ফেয়ারে দেশ-বিদেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেবেন। সেখানে উচ্চ শিক্ষার নানা পাঠক্রমের হদিস দেবেন তাঁরা। মিলবে বিশেষজ্ঞদের পরামর্শও। পড়াশোনার পরে চাকরি কোথায় মিলতে পারে সেই সহায়তাও মিলবে।

বাড়তি ট্রেন
গরমের ছুটি উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে এনজেপি-হাওড়া বাড়তি একটি ট্রেন দিল উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত ট্রেনটি চলবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুব্রত হাজং জানান, প্রতিদিন ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিুটে এনজেপি থেকে ছেড়ে রাত ১০টা ৫৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। সেদিনই রাত ১২টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে পরদিন সকাল ১১টা ১৫ মিনিটে পৌঁছবে।

প্রতিবাদ
পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার এসইউসি’র ডাকে শিলিগুড়িতে কালাদিবস পালিত হয়। শিলিগুড়ি কোর্ট মোড়ে আয়োজিত এক সভায় মূল্যবৃদ্ধি সংক্রান্ত সাকুর্লার পোড়ানোর পাশাপাশি পথসভা হয়। বক্তব্য রাখেন দলের নেতা গৌতম ভট্টাচার্য, তন্ময় দত্ত-সহ অন্যান্যরা। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দলের জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী, অরবিন্দ বসু প্রমুখের নেতৃত্বে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করে সিপিআইও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.