শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ হলে প্রয়োজনে কংগ্রেসের বিরুদ্ধেই আন্দোলনে নামবে আইএনটিইউসি। বৃহস্পতিবার শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে দলের পক্ষ থেকে আয়োজিত উত্তরবঙ্গ কর্মী সম্মেলনে ওই হুমকি দিয়েছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীব রেড্ডি। তিনি বলেন, “রাজনৈতিক চিন্তাধারায় আমরা কংগ্রেসের পাশে রয়েছি। কিন্তু শ্রমিক স্বার্থ কোনও ভাবে ক্ষুণ্ণ হলে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামব।” মূল্যবৃদ্ধি, চুক্তিতে শ্রমিক নিয়োগ-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেই ওই মন্তব্য করেন তিনি। ওই সম্মেলনে আইএনটিইউসি’র রাজ্য সভাপতি, মহাসচিব থেকে শুরু করে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএনটিইউসি’র দফতর দখল থেকে শুরু করে কর্মীদের মারধরের অভিযোগ করেন। প্রদেশ কংগ্রেস এবং আইএনটিইউসি’র রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, “তৃণমূল ট্রেড ইউনিয়ন আন্দোলনের কিছুই বোঝে না। ওঁরা কেবল বোঝে কী ভাবে কংগ্রেস কর্মীদের মারধর করতে হবে। তবে এসব করেও ওঁরা উত্তরবঙ্গে কংগ্রেসের কোনও ক্ষতি করতে পারবে না।” কংগ্রেস এবং আইএনটিইউসি কর্মীদের তিনি একসঙ্গে সিটু এবং তৃণমূলকে মোকাবিলার পরামর্শ দেন। আইএনটিইউসি’র রাজ্য মহাসচিব কামারুজ্জামান কামার বলেন, “পরিবর্তন আমরাও চেয়েছিলাম। কিন্তু পরিবর্তনের পরে যেভাবে আমাদের দফতর দখল, কর্মীদের মারধর চলছে তাতে চুপ করে বসে থাকা যায় না।” দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার অভিযোগ করেন, বাম জমানায় সিটু যেভাবে হামলা চালায় সেভাবেই তাঁদের কর্মীদের উপরে হামলা করছে তৃণমূল। কংগ্রেস ছাড়া যে তৃণমূলের গতি নেই সেই দাবি করে তিনি বলেন, “কংগ্রেসের সমর্থন নিয়েই তৃণমূলের সাংসদ সংখ্যা ১ থেকে বেড়ে ১৯ হয়েছে। বিধায়কের সংখ্যা ৩১ থেকে বেড়ে ১৮৫ হয়েছে। কংগ্রেসের সমর্থন চলে গেলে তৃণমূলকে ফের আগের জায়গায় ফিরে যেতে হতে পারে। সেটা ভুললে চলবে না।” সংগঠনের সর্ভভারতীয় সভাপতি এদিন দাবি করেন, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১০ হাজার টাকা করতে হবে। চুক্তিতে শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। যে সমস্ত কৃষি জমির মালিকদের জমিতে কারখানা তৈরি হবে তাঁদের শেয়ার হোল্ডার করতে হবে। তিনি বলেন, “দেশে স্বাধীনতা আসার পরে ৬০ বছর পেরিয়ে গিয়েছে। সাধারণ মানুষ কী পেয়েছেন? চুক্তি নিয়োগ চালু হয়েছে। এ রাজ্যে পরিবর্তন এল। অথচ বহু চা শ্রমিকের পিএফ এবং গ্র্যাচুইটি বকেয়া। ফলে শ্রমিক স্বার্থে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই।” বুধবার থেকে শিলিগুড়িতে আইএনটিইউসি’র উত্তরবঙ্গের কর্মীদের নিয়ে তিন দিনের সম্মেলন শুরু হয়েছে। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী জানান, সম্মেলনের উদ্বোধন করেন জি সঞ্জীব রেড্ডি। সেদিন চোপড়ায় চা শ্রমিকদের সম্মেলনও হয়। এদিন শিলিগুড়ি পুরসভায় এবং নিউ জলপাইগুড়িতে আইএনটিইউসি কর্মীরা সংগঠনের সর্ব ভারতীয় সভাপতিকে সংবর্ধনা জানান। শিলিগুড়ি পুরসভার কর্মীরা সর্বভারতীয় সভাপতির হাতে একটি দাবিপত্রও তুলে দেন। |